ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উত্তরাঞ্চলের মধ্যে বেশি ভূমিকম্প ঝুঁকিতে বগুড়া

প্রকাশিত: ০৭:০৩, ২১ মে ২০১৫

উত্তরাঞ্চলের মধ্যে বেশি ভূমিকম্প ঝুঁকিতে বগুড়া

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ উত্তরের জেলাগুলোর মধ্যে বগুড়া সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। বগুড়া অঞ্চলের ভূগর্ভস্থ শিলাচ্যুতি থাকায় এই ভূমিকম্প ঝুঁকির বিষয়টি ক্রমশ জোরালো করে তুলছে। বিভিন্ন সময়ের ভূতাত্ত্বিক জরিপে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠায় এখনই এ ব্যাপারে দুর্যোগ মোকাবেলায় কার্যকরী ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করে সুষ্ঠু নগরপরিকল্পনা জরুরী বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বুধবার বগুড়ায় দুর্যোগ ঝুঁকি প্রশোমন সংক্রান্ত এক কর্মশালায় আলোচকরা ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি উল্লেখ করে বলেন, বগুড়ার ভূগর্ভস্থ যে শিলাচ্যুতি রয়েছে তা অধিক মাত্রার ঝুঁকিসহ ভবিষ্যতে এখান থেকেও ভূমিকম্পের উৎপত্তিস্থল হতে পারে। আর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। বেসরকারী সংস্থা ওয়াল্ডভিশন বগুড়া এডিপির আয়োজনে উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি প্রশোমনে সাংবাদিকতা বিষয়ে এই কর্মশালায় জলবায়ু পরিবর্তন, ভূমিকম্পের ঝুঁকি ও ভূগর্ভস্থ শিলাচ্যুতি (ফল্ট) বিষয়ে তথ্য তুলে ধরেন সরকারী আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. এইচ জে এম হাসিবুস সহিদ। তথ্য উপাত্ত ভিত্তিক আলোচনায় তিনি বগুড়ার উত্তর ও দক্ষিণে দুটি ফল্ট থাকার বিষয়টি তুলে ধরে ভূমিকম্পের প্রবল ঝুঁকির কথা বলেন। বগুড়া পৌরসভার শহর পরিকল্পনাবিদ মেহেদী হাসান বগুড়ায় কয়েকটি ফল্ট (শিলাচ্যুতি) থাকার বিষয়ে একই মতামত ব্যক্ত করেন। বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান দুর্যোগ প্রশোমন সংক্রান্ত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওয়ার্ল্ড ভিশন বগুড়া অঞ্চলের এডিপি ম্যানেজার লোটাস চিসিম এতে সভাপতিত্ব করেন। সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস লাইনের ১৭শ’ ফুট পাইপ বিচ্ছিন্ন নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ২০ মে ॥ সিদ্ধিরগঞ্জে বুধবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমশিন এ্যান্ড ডিস্ট্রিবিউিটশন কোম্পানি লিঃ। এ সময় মূল লাইন থেকে অবধৈভাবে টানা প্রায় ১ হাজার ৭শ’ ফুট লাইন অপসারণ করা হয়। এতে অবৈধভাবে নেয়া ৪১ ব্যক্তির গ্যাস সংযোগ বিচ্ছিন করা হয়েছে। জানা গেছে, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শিলু রায়ের নেতেৃত্বে তিতাস গ্যাসের র্কমর্কতারা বুধবার সকাল সাড়ে ১০ থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল ও ভূইয়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায়। তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার জাফরুল আলম বলেন, আমরা অভিযোগ পেয়েছি সিদ্ধিরগঞ্জের কয়েকটি এলাকায় একটি চক্র গ্রামবাসীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে রাতের আঁধারে অবধৈভাবে গ্যাস-সংযোগ দিয়েছে।
×