ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৯, ২১ মে ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

বিষয়: হিসাব বিজ্ঞান ১ম পত্র পূর্ব প্রকাশের পর ৩৪.ঋঅঝই-এর মতে হিসাব সংক্রান্ত ধারণাকে কী বলা হয়? ক) অনুমান খ) প্রথা গ) নীতি ঘ) সীমাবদ্ধতা ৩৫.‘মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটের সমান’ - এটা দুতরফা দাখিলা পদ্ধতির কী? ক) ভিত্তি খ) সুবিধা গ) বৈশিষ্ট্য ঘ) অনুমিত শর্ত ৩৬.আর্থিক অবস্থা বিবরণীর দায় হিসেবে দেখানো হয়? ক) মূলধন জাতীয় আয় খ) মূলধন জাতীয় ব্যয় গ) মুনাফা জাতীয় আয় ঘ) মুনাফা জাতীয় ব্যয় ৩৭.৩১শে জুলাই ২০১২ তারিখে ইস্যুকৃত ৪ মাস মেয়অদি একটি বিলের দেয় তারিখ কত হবে? ক) ১ নভেম্বর খ) ৩০ অক্টোবর গ) ৩০ নভেম্বর ঘ) ২ নভেম্বর ৩৮.কোন সম্পত্তির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয় না? ক) আসবাবপত্র খ) ইজারা গ) কলকব্জা ঘ) হাতে নগদ * উদ্ধৃত অংশটুকু পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: কোনো একটি ব্যসায়ের প্রারম্ভিক মূলধন ২০,০০০ টাকা; সমাপনী সম্পত্তি ২৬,০০০ টাকা; অতিরিক্ত মূলধন বিনিয়োগ ৩,০০০ টাকা এবং বছর শেষে লোকসান হয়েছে ৫,০০০ টাকা। ৩৯.দেনাদারের কাছে পাওনার যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে কী বলে? ক) অনাদায়ী পাওনা খ) প্রদত্ত বাট্টা গ) সন্দেহজনক পাওনা ঘ) অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪০.জবাবৎংরহম ঊহঃৎু বা বিপরীত দাখিলা দেওয়া হয়- র. হিসাবকালের শুরতে রর. হিসাবকালের সর্বশেষ ধাপে ররর. নামিক হিসাবের সমন্বয় জাবেদার ভিত্তিতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (গ) ২. (ঘ) ৩. (গ) ৪. (ক) ৫. (ঘ) ৬. (ক) ৭. (খ) ৮. (ক) ৯. (খ) ১০. (ক) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (ক) ১৪. (গ) ১৫. (খ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (ক) ২১. (ঘ) ২২. (ক) ২৩. (ক) ২৪. (ঘ) ২৫. (গ) ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (ঘ) ২৯. (খ) ৩০. (খ) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (ক) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (ক) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (গ) ৪০. (ঘ)
×