ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধোনি, কোহলিদের সতর্ক করলেন সাবেকরা

প্রকাশিত: ০৩:৫৬, ২২ মে ২০১৫

ধোনি, কোহলিদের সতর্ক করলেন সাবেকরা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর দল এখন তা শুধু পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করানোর মধ্য দিয়েই প্রমাণ হয় না, ভারত যে শক্তিশালী দল পাঠাচ্ছে; তাতেও প্রমাণ হয়। ভারত যে বাংলাদেশকে নিয়ে কতটা সতর্ক তাও বোঝা যায়। এরপরও ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ভারতের বাংলাদেশ সফর নিয়ে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের সতর্ক করে দিয়েছেন। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও সৌরভ গাঙ্গুলী এবং পাকিস্তানের ওয়াসিম আকরাম। সুনীল গাভাস্কার বলেছেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেয়া ঠিক হবে না। তারা পাকিস্তানকে হারিয়েছে। ভারতের খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ নেই।’ সঙ্গে যোগ করেন, ‘হরভজন সিং’য়ের ফেরাটা বোলিং লাইনআপের জন্য ভাল হয়েছে। হরভজন ফেরায় রবিচন্দ্রন অশ্বিনকে চাপে থাকতে হবে এবং এতে করে দলের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়বে।’ আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত। ১০ জুন ফতুল্লায় একমাত্র টেস্টটি শুরু হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সফরে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে ভারত। সাবেকরাও এতে স্বস্তি পেয়েছেন। গাভাস্কার তো আগেই বলেছিলেন, ‘টেস্টে কোহলিকে দেখতে চাই। এরপর ওয়ানডে বিশ্রাম নেক।’ কিন্তু কোহলি টেস্টে নেতৃত্ব দেবেন, সঙ্গে ওয়ানডেতেও খেলবেন। দুই ফরমেটের দলেই কোহলিকে রাখা হয়েছে। বিশ্রাম দেয়া হয়নি কোন ক্রিকেটারকে। বিশ্বকাপের দলটিই রাখা হয়েছে। যে দলটি কোয়ার্টার ফাইনালে আম্পায়ারের সুবিধা নিয়ে বাংলাদেশকে হারিয়েছিল। এখনও সেই ম্যাচ বাংলাদেশ ক্রিকেট গায়ে দাগ কেটে আছে। পুরো জাতি যেন সেই ম্যাচের প্রতিশোধ নেয়া দেখতেও অপেক্ষায় আছেন। সৌরভ গাঙ্গুলী তাই বলেছেন, ‘বাংলাদেশ এই মূহূর্তে সেরা দল। পাকিস্তানকে ওয়ানডে ও টি২০’তে হারিয়েছে।’ বিশ্বকাপের আগে জিম্বাবুইয়েকে সিরিজের প্রতি ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। তিন টেস্ট, পাঁচ ওয়ানডেতে জিম্বাবুইয়েকে নাকানিচুবানি খাওয়ায় বাংলাদেশ। এরপর বিশ্বকাপেও দুর্দান্ত খেলে। ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয়। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ভাল খেলার, জয় পাওয়ার ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। প্রথম টানা তিন ওয়ানডেতে জেতার পর একটি টি২০’তেও পাকিস্তানকে হারায় বাংলাদেশ। এরপর প্রথম টেস্টেও ড্র করে। দ্বিতীয় টেস্টে হেরে যায়। পাকিস্তানের বিপক্ষে যেভাবে খেলেছে বাংলাদেশ দল, তা দেখে শুধু ভারতই নয়; পুরো বিশ্বই এখন বাংলাদেশের বিপক্ষে খেলা হলে মাশরাফি, মুশফিকদের নিয়ে ভাবতে বাধ্য হবে। তাই তো পাকিস্তানের সাবেক ‘স্পিড স্টার’ ওয়াসিম আকরাম বলেছেন, ‘বাংলাদেশ বিপজ্জনক দল।’ সঙ্গে যোগ করেন, ‘ভারতকে উপলব্ধি করতে হবে যে, বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। নিজেদের মাঠে, চেনা দর্শকের সামনে বাংলাদেশ একবারেই অন্যরকম একটি দল। সম্প্রতি আমরা বিশ্বকাপে এবং পাকিস্তানের বিপক্ষে তাদের (বাংলাদেশ) পারফর্মেন্স দেখেছি। পাকিস্তানকে ওয়ানডে সিরিজের পর টি২০’তেও হারিয়েছে।
×