ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এইউর সমাবর্তনে ইনু

আর্থ-সামাজিক উন্নয়নে পুরুষের চেয়ে নারীর ভূমিকা বেশি

প্রকাশিত: ০৫:৪৩, ২২ মে ২০১৫

আর্থ-সামাজিক উন্নয়নে পুরুষের চেয়ে নারীর ভূমিকা বেশি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একুশ শতকের দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ার চ্যালেঞ্জ নিতে হবে আজকের শিক্ষার্থীদের। বিশ্ব আজ সন্ত্রাসবাদ, দরিদ্রতা ও মানববিধ্বংসী মারণাস্ত্রের ঝুঁকির মধ্যে রয়েছে। দারিদ্র্যমুক্ত শান্তির পৃথিবী গড়ার শপথ নিতে হবে নারীদের। বৃহস্পতিবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের তৃতীয় সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আহ্বান জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য চেরি ব্লেয়ার এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকম-লী। চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোর মিলনায়তনে আয়োজিত এ সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সৃজনশীলতা নারীর সহজাত প্রবৃত্তি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পুরুষের চেয়ে নারীর ভূমিকা বেশি।’ তিনি বলেন, দেশে তৈরি পোশাক খাতে কাজ করছে চল্লিশ লাখ নারী শ্রমিক। কৃষি, শিক্ষা ও তথ্যপ্রযুক্তিসহ সবক্ষেত্রেই নারীর সরব উপস্থিতি রয়েছে। নারী এখন বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের বিষয় উল্লেখ করে হাসানুল হক ইনু আরও বলেন, ইতিহাসের সন্ধিক্ষণে যিনি সঠিক দায়িত্বটি নিতে পারবেন ইতিহাস তাকেই স্থান দেবে। জাতির জনক বঙ্গবন্ধু সেই সিদ্ধান্ত ও দায়িত্ব নিতে পেরেছিলেন বলেই তিনি বাঙালী জাতির জনক।
×