ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সামাজিক গবেষণা প্রশিক্ষণ

প্রকাশিত: ০৫:৫৫, ২২ মে ২০১৫

সামাজিক গবেষণা প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় শুরু হয়েছে ‘সামাজিক গবেষণা ও উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার বারসিক ইনস্টিটিউট অব এ্যাপলাইড স্ট্যাডিজ স্থানীয় অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বারসিকের ফ্যাকাল্টি মেম্বার সৈয়দ আলী বিশ্বাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বারসিকের ফ্যাকাল্টি মেম্বার অভিজিৎ রায়। নিরাপদ মাতৃত্ব বিষয়ক সভা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে শিক্ষা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সিএসএস-এর সহযোগিতায় নিরাপদ মাতৃত্ব বিষয়ক এ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী কমিটির সভাপতি অসিত কুমার দেবনাথের সভাপতিত্বে এবং সংস্থার অফিসার কনক লতা রায়ের পরিচালনায় সভায় বক্তব্য দেন অধ্যক্ষ বটুগোপাল দাশ, এমএ দাউদ, শিক্ষক নিখিল কুমার দাশ, ডাঃ সুরেশ চন্দ দাশ, এমএইচ মোহম্মদ আলী, শিক্ষক মোঃ ইকরাম হোসেন বকুল। স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ার পাশাপাশি খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেশীয় প্রজাতের মাছগুলোর অবাধে ডিম ছেড়ে বংশ বিস্তারের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমে খালের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করেন মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শরিফাবাদ-হাপানিয়ার ৩ কিলোমিটার (পুনর্খননকৃত) খালের কচুরিপানা পরিষ্কারের জন্য নিজেই খালে নেমে যান চেয়ারম্যান পিকলু। তিনি জানান, গতবছর বিএডিসি’র অর্থায়নে খালটি পুনর্খননের ফলে খালের গভীরতা বৃদ্ধি পেয়েছে। উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক’ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীনা পারভীনের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় ওই কর্মশালায় বক্তব্য দেন- আবুল কাশেম, এস এম সোহরাব হোসেন, অধ্যক্ষ গিয়াসউদ্দিন মিঞা প্রমুখ।
×