ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডে সমলিঙ্গ বিয়ে প্রশ্নে গণভোট

প্রকাশিত: ০৩:৫২, ২৩ মে ২০১৫

আয়ারল্যান্ডে সমলিঙ্গ বিয়ে প্রশ্নে  গণভোট

আয়ারল্যান্ডে সমলিঙ্গ বিয়ের বৈধতা প্রশ্নে ভোটগ্রহণ শুক্রবার শেষ হয়েছে। দেশটির ৩২ লাখ ভোটারের কাছে এ ব্যাপারে সাংবিধানিক বৈধতা দেয়া হবে কিনা, সে বিষয়ে সমর্থন চাওয়ার লক্ষ্যেই এ ভোট। স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টা অবধি চলে। শনিবার সকাল থেকে ভোটগণনা শুরু হবে। খবর ওয়েবসাইটের। বর্তমানে বিশ্বের ১৯টি দেশে সমলিঙ্গ বিয়ে বৈধ। শুধু আয়ারল্যান্ডে বসবাসকারী নিবন্ধিত ভোটাররাই এ ভোটে অংশ নিতে পেরেছে। এই সাংবিধানিক ভোটে ভোটারদের কাছে প্রশ্ন রাখা হবে, ‘লৈঙ্গিক পার্থক্য ছাড়াই দুই মানুষের মধ্যে বিয়ে আইনত বৈধ হবে’ এতে তার সম্মতি রয়েছে কিনা। দেশটিতে সমকামিতাকে অপরাধের তালিকা থেকে ২২ বছর আগেই তুলে নেয়া হয়েছে। ২০১০ সালে দেশটির সরকার সিভিল পার্টনারশিপ আইন পাস করে। ওই আইনের মধ্য দিয়ে সমলিঙ্গ সঙ্গীদের আইনগতভাবে বৈধ বলে স্বীকার করে নেয়া হয়। কিন্তু সিভিল পার্টনারশিপ ও বিয়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে যায়। সেগুলোর মধ্যে গুরুতর হচ্ছেÑ বিয়ে সংবিধান দ্বারা সুরক্ষিত কিন্তু সিভিল পার্টনারশিপ তা নয়। এ ব্যবধান দূরের লক্ষ্যেই সাংবিধানিক ভোটের আয়োজন করা হয়েছে।
×