ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবিভূষণে ভূষিত প্রয়াত ফিরোজা বেগম

প্রকাশিত: ০৪:২২, ২৩ মে ২০১৫

বঙ্গবিভূষণে ভূষিত প্রয়াত ফিরোজা বেগম

সংস্কৃতি ডেক্স ॥ পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ (মরণোত্তর) পুরস্কার পেয়েছেন জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী প্রয়াত ফিরোজা বেগম। পুরস্কারের ভারতীয় দুই লাখ টাকা, মানপত্র এবং উত্তরীয় গ্রহণ করেন প্রয়াত শিল্পীর ভাতিজি ও শিষ্য সুস্মিতা আনিস। মোট ৩৫ গুণীজনকে বুধবার ‘বঙ্গভূষণ’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে বুধবার বিকেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্টজনদের হাতে তুলে দেন ‘বঙ্গভূষণ’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মান। কলকাতার রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘকে সম্মান জানানো হয়।
×