ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মংলাবন্দর ব্যবহারকারীদের চার দফা

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ মে ২০১৫

মংলাবন্দর  ব্যবহারকারীদের  চার দফা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে মংলাবন্দর ব্যবহারকারীরা। রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে মংলা কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং (সিএ্যান্ডএফ) এজেন্টস এ্যাসোসিয়েশনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দাবিসমূহের মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দরের ন্যায় মংলাবন্দরেও আমদানি পণ্যের চালানে ১০ শতাংশ দ্বৈবচয়ন পদ্ধতিতে কায়িক পরীক্ষা করা, ঢালওভাবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এবং শুল্ক গোয়েন্দা কর্তৃক পরীক্ষার নামে হয়রানি বন্ধ করা, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মংলাবন্দরকে সচল ও কর্মচঞ্চলতা সৃষ্টিতে বাধাদানকারী কর্মকর্তা ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা এবং মংলাবন্দর জেটিতে কর্মরত কাস্টমস কর্মকর্তাসহ সকল দুর্নীতিবাজ কর্মকর্তা অপসারণ করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ সুলতান হোসেন খান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ আহসান টিটো, মংলাবন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ মোস্তাহেদ আলী, আনোয়ারুল হক তারিক, ওয়াহিদুজ্জামান পল্টু, শামসুল আলম, শেখ জিল্লুর রহমান, কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
×