ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাইব্রিড গাড়ি আমদানিতে ছাড়

প্রকাশিত: ০৪:১৯, ২৬ মে ২০১৫

হাইব্রিড গাড়ি আমদানিতে ছাড়

হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে আগামী বাজেটে ছাড় দেয়ার কথা বিবেচনা করছে সরকার। সোমবার অর্থমন্ত্রী জানিয়েছেন, আমদানিকারকরা হাইব্রিড গাড়ি যাতে রিকন্ডিশন্ড হিসেবে আমদানি করতে পারে, সে বিষয়ে নীতিমালা করবে সরকার। এদিন সচিবালয়ে পুরনো গাড়ির আমদানিকারক ও পরিবেশকদের সমিতি বারভিডার সঙ্গে প্রাক-বাজেট আলোচনার সময় এ কথা বলে মন্ত্রী। উদাহরণস্বরূপ ভিভিটিআই ইঞ্জিনযুক্ত ১৫০০ সিসির একটি টয়োটা অ্যাক্সিয়ো গাড়ির দাম ১০ লাখ টাকা। এ ধরনের একটি গাড়ির শুল্ক আসে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। অন্যদিকে একই সক্ষমতার একটি হাইব্রিড গাড়ির দাম ১২ লাখ টাকা। এ ধরনের একটি গাড়ির শুল্ক আসে ১৬ লাখ টাকা। হাইব্রিড গাড়িকে রিকন্ডিশন্ড হিসেবে আমদানির সুযোগ দিলে দেশের বাজারে ব্যক্তিগত গাড়ি কেনার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে যাবে বলে মনে করেন তিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×