ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব

প্রকাশিত: ০৪:২৩, ২৬ মে ২০১৫

নিউইয়র্কে বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব

নিউইয়র্ক থেকে এনা : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি স্কুল অডিটোরিয়ামে গত ২২ মে সন্ধ্যায় মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী বই মেলা এবং আন্তর্জাতিক বাংলা উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। এর পর পরই ২৪ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বই মেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসবের উদ্বাধনী অনুষ্ঠানের সমাপ্তি টানের অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, বই মেলার আহ্বায়ক ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বিশ্বভারতীর পরিচালক রাম কুমার মুখোপাধ্যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম ত্রিপুরা, আমিনুল ইসলাম, আহমেদ মাজহার, হুমায়ুন কবীর ঢালি, সাংবাদিক আহমেদ মুসা, বিশিষ্ট ছড়াকার লুফুৎর রহমান রিটন, বীরু প্রকাশ পাল, শহীদ হাসান, হাসান ফেরদৌস, শামীম আহসান, লেখিকা নাজমুন নেসা পেয়ারি, বিশিষ্ট লেখিকা শারমিন আহমেদ, সম্মুদাস গুপ্ত, নজরুল ইসলাম, ড. নূরন্নবী, সাংবাদিক মনজুর আহমদ, লেখক ফেরদৌস সাজেদীন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, নিউইয়র্কে দুই যুগ বাংলা বই মেলা হচ্ছে এবং আন্তর্জাতিক বাংলা উৎসব হচ্ছে। সম্মাননা অনুষ্ঠানে লেয়ার লেভিন বলেন, আমি এই চিত্র দিয়ে জয় বাংলা চলচ্চিত্র করার চিন্তা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমার তা হয়ে ওঠেনি। তিনি আরও বলেন, বাংলাদেশ ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশের মানুষও বিউটিফুল এবং বাংলাদেশের সংস্কৃতিও বিউটিফুল। লেয়ার লেভিনবে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান। উৎসবের আহ্বায় রোকেয়া হায়দার বইমেলায় আগত সব অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন বইমেলা এবং আন্তর্জাতিক বাংলা উৎসব সৌহার্দ্য, সম্প্রীতি এবং বিশ্ব বাঙালীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। আলোচনা শেষে সাংস্কৃতিক পর্ব শুরু হয় সঙ্গীত পরিষদের উদ্বোধনী সঙ্গীত এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতি শিল্পীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে। জজ হ্যারিসনের সঙ্গীত দিয়েই নতুন প্রজন্মের শিল্পী দ্বিতীয় ফেরদৌস, দীপাঞ্জলী ভৌমিক, বাসমা, শ্রুতিকনা দাস ও সৌরভ সরকারের পরিবেশনায় অনুষ্ঠিত হয় কনসার্ট ফর বাংলাদেশ। আরও সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মেহরুন আহমেদ, মারিয়া ও স্থানীয় শিল্পী পার্থ সারথি মুখোপাধ্যায়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের বিশ্বজিৎ সাহা। উপস্থাপনায় ছিলেন ডানা ইসলাম, ক্লারা রোজারিও ও সেমন্তী ওয়াহেদ। বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বইমেলার প্রাঙ্গণে এসে শেষ হয়।
×