ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জ্যোতির্বিজ্ঞানী এ আর খান আর নেই

প্রকাশিত: ০৬:০৯, ২৬ মে ২০১৫

জ্যোতির্বিজ্ঞানী এ আর খান আর নেই

স্টাফ রিপোর্টার ॥ এ আর খান নামে পরিচিত বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী ড. আনোয়ারুর রহমান খান আর নেই। সোমবার তিনি লন্ডনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে লন্ডনের প্রেডিংটন সেন্ট মেরি হাসপাতালে ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নামাজের জানাজা শেষে বিকেলে লন্ডনের মুসলিম গ্রেভইয়ার্ডে তাঁর লাশ দাফন করা হয়। আনোয়ারুর রহমান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি জ্যোতির্বিজ্ঞানী হিসেবেই সমধিক পরিচিত ছিলেন। তার পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের ষোলঘর গ্রামে।
×