ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লাটারের পতন চান প্লাতিনি

ব্লাটারকে স্বৈরাচার বললেন ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:৩৪, ২৬ মে ২০১৫

ব্লাটারকে স্বৈরাচার বললেন ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা সভাপতি সেফ ব্লাটারকে স্বৈরাচার বললেন আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সেই সঙ্গে পঞ্চমবারের মতো ফিফা সভাপতির পদে তার লড়াই করাটাকে ‘অযৌক্তিক’ ও ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেছেন তিনি। ১৯৯৮ সালে প্রথমবারের মতো ফিফার শীর্ষপদে নির্বাচিত হন তিনি। এরপর এককভাবেই রাজত্ব করছেন সুইজারল্যান্ডের এই ফুটবল সংগঠক। টানা পঞ্চমবারের মতো আবারও ফিফা সভাপতির পদে বসতে যাচ্ছেন তিনি। আগামী সপ্তাহে ফিফা সভাপতির পদে তার বিপক্ষে লড়াই করবেন জর্দানের প্রিন্স আলি বিন আল হুসাইন। অন্য দুই প্রার্থী লুইস ফিগো ও মাইকেল ভন প্রাগ গত সপ্তাহে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ায় সভাপতি পদে থাকাটা সহজ হয়ে গেল ব্লাটারের। ফিফা সভাপতির পদে থাকাকালে অনেকবারই সমালোচনার মুখে পড়েছেন সেফ ব্লাটার। আর সেই ব্লাটারই বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার পঞ্চমবারের মতো সভাপতি পদে বসতে যাচ্ছেনÑ এটা কিছুতেই মানতে পারছেন না আর্জেন্টাইন ফুটবলের সাবেক তারকা দিয়েগো ম্যারাডোনা। তাই ‘দ্য টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাতকারে ’৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমাদের মতো যারা ফুটবল নিয়ে গভীর চিন্তা-ভাবনা করেন তারা জানেন, সেফ ব্লাটারের অধীনে থেকে ফিফা একটি দুর্নীতিগ্রস্ত, অমর্যাদাকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যখন আমি দেখলাম কেউই তাকে প্রকাশ্য সমর্থন জানাচ্ছে না, অনেকেই বলছে যে তিনি পঞ্চমবারের মতো এই পদে বসতে যাচ্ছেন। কিন্তু কেন? তার পুনর্নির্বাচিত হওয়াটা অযৌক্তিক এবং অদ্ভুত। কেউই মনে করছে না যে, সে এই পদের জন্য যোগ্য এবং জয়টা তার প্রাপ্য। আমরা দীর্ঘ সময়ের জন্য একজন একনায়ক ও স্বৈরাচারীকে পেয়েছি। আমি ব্লাটারকে বরফ আচ্ছাদিত মানুষ হিসেবে ডাকতে পারি। কেননা অনুপ্রেরণা যোগানো বা প্রচ- আবেগ তৈরি করার মতো সামর্থ্য তার নেই, অথচ এটিই ফুটবলের আসল প্রাণ। আন্তর্জাতিক ফুটবলের দশাই যদি এমন হয় তবে আমরা অনেক খারাপ অবস্থানে দাঁড়িয়ে আছি।’ এ সময় ম্যারাডোনা আরও বলেন, ‘সম্প্রতি সে ঘোষণা দিয়েছে ফুটবল থেকে বর্ণবৈষম্য দূর করার জন্য আরও বেশি কার্যকরী পদক্ষেপ প্রহণ করবে এবং নারী ফুটবলের উন্নয়ন ঘটাবে। এটি শুনে আমার হাসি পেয়েছে। আমার প্রশ্ন হলো- সেফ, তুমি এর আগে গত চার মেয়াদে কী কাজ করেছ?’ আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার ২০৯ সদস্য দেশের ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। আগের চার মেয়াদে ফিফা সভাপতির দায়িত্ব পালনের সময় বেশ কয়েকটি বিতর্কিত কর্মকা-ের জন্য সমালোচিত হন ব্লাটার। এমনকি কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিতে গিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাই ফিফা প্রধানের আসন থেকে সেফ ব্লাটারকে উচ্ছেদ করার জন্য জর্ডানের যুবরাজ আলি বিন আল হোসাইনের প্রতি সমর্থন জানিয়েছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি।
×