ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পালমিরায় সিরীয় বিমানের ব্যাপক বোমাবর্ষণ

প্রকাশিত: ০৬:৩৭, ২৬ মে ২০১৫

পালমিরায় সিরীয় বিমানের ব্যাপক বোমাবর্ষণ

সিরীয় বিমানবাহিনী সোমবার ভোরে মধ্যাঞ্চলীয় নগরী পালমিরার ভেতরে ও আশপাশে অন্তত ১৫ দফা বিমান হামলা চালিয়েছে। ইসলামিক স্টেটের দখল করা ভবনাদির ওপর বিমান থেকে বোমাবর্ষণ করা হয় বলে যুদ্ধের ওপর নজরদারি করা একটি গোষ্ঠী জানায়। খবর ইয়াহু নিউজের। গত সপ্তাহে জঙ্গী গোষ্ঠীর যোদ্ধারা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত রোমান পুরাকীর্তির প্রাচীন নগরীটি দখল করে নেয়। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএস চরমপন্থীরা গত ১৬ মে থেকে সেখানে অনেক শিশুসহ অন্তত ২১৭ জনকে তাদের নির্মম পদ্ধতিতে প্রাণবধ করে। অবজারভেটরির হিসাব অনুযায়ী এই সংখ্যা নগরীর দখল নেয়ার সময় লড়াইতে আইএসের হাতে নিহত অন্তত ৩শ’ সৈন্যের অতিরিক্ত। এতে বলা হয়, কট্টরপন্থী গোষ্ঠীটি নগরীর মধ্যে এ চারপাশে সরকারপন্থী এবং সরকারের প্রতি অনুগত বলে অভিযুক্ত ৬শ’ সৈন্যকে আটক করেছে। দামেস্ক ও হোমসের সংযোগস্থলে অবস্থিত বলে পালমিরা দখল জঙ্গীদের একটি বড় ধরনের সামরিক সাফল্য। আইএস সমর্থকদের অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, জঙ্গীরা পালমিরাতে, যার প্রাচীন নাম তাজমুর ভবনগুলোর কক্ষ থেকে কক্ষে গিয়ে সৈন্যদের খুঁজছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পিতা হাফিজ আল আসাদের ছবি টেনে নামিয়ে ফেলছে। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ওলমার্টের কারাদণ্ড বিশ্বাস ভঙ্গ ও প্রতারণায় দায়ে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের আট মাসের কারাদণ্ড হয়েছে। যুক্তরাষ্ট্রের এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে দেড় লাখ ডলার নেয়ায় পুনরায় বিচারে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। নিউইয়র্কভিত্তিক অর্থলগ্নীকারক মরিস তালানস্কির কাছ থেকে ওই অর্থ গ্রহণের অভিযোগে থেকে ২০১২ সালে ওলমার্টকে নিষ্কৃতি দেয়া হয়েছিল। কিন্তু পরে ওই অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র প্রকাশ হওয়ার পর ফের বিচারের আদেশ দেয়া হয়। -বিবিসি
×