ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

প্রকাশিত: ০৬:৪৪, ২৭ মে ২০১৫

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

১. তথ্য প্রযুক্তির প্রধান ভাষা কোনটি? ক) বাংলা খ) আরবি গ) ইংরেজি ঘ) মান্দারিন ২. জাতীয়তার জন্য কোন সংগঠন দরকার? ক) সামাজিক খ) রাজনৈতিক গ) সাংস্কৃতিক ঘ) বাণিজ্যিক ৩. ইঁৎবধঁ শব্দের অর্থ কী? ক) টেবিল খ) দরজা গ) চেয়ার ঘ) কোনটিই নয় ৪. গণতান্ত্রিক মূল্যবোধ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে- ক) দলীয় প্রধানের সিদ্ধাান্তকেক প্রাধান্য দেয খ) উপরের সারির নেতাদের আলোচনাকে প্রাধান্য দেয় গ) পরস্পরের আলোচনাকে প্রাধান্য দেয় ঘ) মাঝারি সারির নেতাদেরকে প্রাধান্য দেয় ৫. মানবাধিকারের স্বীকৃতিদাতা কে? ক) রাষ্ট্র খ) আর্ন্তজার্তিক আদালত গ) আর্ন্তজার্তিক নীতিমালা ঘ) জাতিসংঘ ৬. জাতীয়তার প্রথম ও প্রধান উপাদান কোনটি? ক) বংশগত ঐক্য খ) ভৌগোলিক ঐক্য গ) ধর্মীয় ঐক্য ঘ) অর্থনৈতিক ঐক্য ৭. জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো কোন দিনটিকে মানবধিকার দিবস হিসেবে উদযাপন করে? ক) ৮ ডিসেম্বর খ) ১০ ডিসেম্বর গ) ১২ ডিসেম্বর ঘ) ১৪ ডিসেম্বর ৮. ব্যক্তির স্বইচ্ছা অনুসারে কাজ করা হলে এটিকে কী বলা হয়? ক) অধিকার খ) পরাধীনতা গ) স্বাধীনতা ঘ) সুস্পষ্টতা ৯. জাতীয়তাবাদী চেতনার ফসল কী? ক) জাতীয়তা খ) জাতি গ) উপজাতি ঘ) গোষ্ঠী ১০. যে শাসন বিভাগে সরকা প্রধান শাসন কাজ পরিচালনা করে তাকে কী শাসন বিভাগ বলে? ক) নামমাত্র খ) প্রকৃত গ) একক ঘ) রাজতান্ত্রিক ১১. ধর্ম, ভাষা, সংস্কৃতির ক্ষেত্রে ঐক্যবদ্ধ মানুষই গঠন করে কী? ক) সমাজ খ) ভুখন্ড গ) জাতি ঘ) দেশপ্রেম ১২. ই-গভর্নেন্স নিশ্বিত করে- ক) স্বচ্ছতা ও অংশগ্রহণ খ) স্বচ্ছতা ও আইনের শাসন গ) অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র ঘ) নাগরিকের নিস্ক্রিয়তা ১৩. স্বাধীনতা রক্ষায় অতস্ত্র প্রহরী হিসেবে কাজ করে কে? ক) জনগণ খ) পুলিম বাহিনী গ) আইনবিদ ঘ) প্রশাসন ১৪. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে রাজনৈতিক দল কত প্রকার? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৫. জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কোন দিনটিকে মানবধিকার দিবস হিসেবে উদযাপন করে- ক) ৮ ডিসেম্বর খ) ১০ ডিসেম্বর গ) ১২ ডিসেম্বর ঘ) ১৪ ডিসেম্বর ১৬. কোনটি সামাজিক অধিকার? ক) চলাফেরার াধিকার খ) অবকাশ লাভের অধিকার গ) নির্বাচনের অধিকার ঘ) কর্মের অধিকার ১৭. সুশাসনের মূল চাবিকাঠি কী? ক) দক্ষতা খ) জবাবদিহিতা গ) সাম্য ঘ) সংবেদনশীলতা ১৮. সাব- সাহারিয়া অঞ্চলে অভাব রয়েছে- র. সুষ্ঠু শিক্ষা ব্যবহার রর. আইনের শাসন ররর. স্থিতিশীল সরকার ব্যবস্থা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১৯. কোন সংগঠনকে ক্ষমতাসীন গোষ্ঠী কর্তৃক দলীয়করণ করার প্রবণতা লক্ষ করা যায়? ক) নাগরিক সংগঠন খ) সাংস্কৃতিক সংগঠন গ) আমলাতান্ত্রিক সংগঠন ঘ) সামাজিক সংগঠন ২০. সংবিধানের বিধানবলি সাপেক্ষে আইনের দ্বারা আমলাদের- র. আচরণ নিয়ন্ত্রিক হয় রর. নিযোগ নিয়ন্ত্রিত হয় ররর. চাকরির শর্তাবলি নিয়ন্ত্রিত হয় নিচের কোনটি সঠিক? ক) র, ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ২১. মানুষ একই সাথে সামাজিক ও- ক) সাংস্কৃতিক জীব খ) ধর্মীয় জীব গ) রাজনৈতিক জীব ঘ) অর্থনৈতিক জীব ২২. অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব পালন করে, কোন কিভাগ? ক) আইন বিভাগ খ) শাসন বিভাগ গ) বিচার বিভাগ ঘ) প্রাশাসনিক ট্রাইব্যুনাল ২৩. স্বাধীন সংবাদমাধ্যম কোনটিকে রক্ষা করে? ক) মানবাধিকার খ) সম্পত্তির নিরাপত্তা গ) ভ্রাতৃত্ববোধ ঘ) সহমর্মিতা ২৪. দেশের সংকটকালীন মুহুর্তে জরুরি অবস্থা ঘোষণা করেন কে? ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) স্পিকার ঘ) স্বরাষ্ট্রপতি ২৫. বাংলাদেশ কোন আমলের আমলা প্রমাসন উত্তরাধিকারসূত্রে লাভ করেছে? ক) প্রাচীন খ) ব্রিটিশ ঔপনিবেশিক গ) পাকিস্তান ঘ) স্বাধীনতোত্তর
×