ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টিপু মির্জা

কম্পন হবে, ধ্বংস হবে না

প্রকাশিত: ০৪:০৩, ২৮ মে ২০১৫

কম্পন হবে, ধ্বংস হবে না

পর পর বেশ ক’বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। পাশের দেশে ভূমিকম্পের নির্মম দৃশ্য নজরে এসেছে। বিশেষজ্ঞরা বিভিন্ন মতবাদ দিচ্ছেন। এমন পরিস্থিতিতে ঘনবসতিপূর্ণ জনসংখ্যার এই দেশের নাগরিকরা, যাদের নগর কি গ্রাম অপরিকল্পিতভাবে গড়ে ওঠা। কাঠামো নির্মাণে আছে অস্বচ্ছতা ও দুর্নীতি। এমন মনে তো ভয় উদ্বেগ থাকবেই। বাংলাদেশ অনেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় সব সময়ই। তা কাটিয়েও ওঠে। প্রাকৃতিক দুর্যোগের পেটেই বলা চলে বাঙালীর বসবাস। ভূমিকম্পের মতো এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যদি আমাদের দেশে ঘটেই যায়, তাও আগামীতে আমরা কাটিয়ে উঠব। তা ঠিক আছে। আমি মনে করি এমন শঙ্কায় যাওয়ার দরকার কি। এটা এমন এক প্রাকৃতিক দুর্যোগ, যা আগাম জানাও সম্ভব নয়। যদি ভূমিকম্পের কারণে আমাদের কাঠামো ধ্বংস হয়, তা তো আমাদের পুনরায় করতে হবে। মাঝখান থেকে অগণিত প্রাণহানি ঘটবে। আমরা বরং আগেই অপরিকল্পিত কাঠামো ভেঙ্গে ভূমিকম্প সহনশীল কাঠামো দাঁড় করালেও নতুন কাঠামো নির্মাণে বিল্ডিং কোড মেনেও ভূমিকম্পসহনশীল ফর্মুলায় মনযোগ দিলে আমাদের প্রাণহানির আশঙ্কা কমে যায়। নেপালের দুর্দশা দেখে যদি আমরা শিক্ষা না নেই; আমি মনে করি আমাদের এখনও সময় আছেÑ পরিকল্পিত পরিবর্তনই আমাদের প্রাণহানি কমিয়ে ভয়ঙ্কর এই দুর্যোগ থেকে মুক্তি সম্ভব। কুমিল্লা থেকে
×