ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজারে আসছে বিএম এলপি গ্যাস

প্রকাশিত: ০৪:২৫, ২৮ মে ২০১৫

বাজারে আসছে বিএম এলপি গ্যাস

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ও নেদারল্যান্ডেসের যৌথ উদ্যোগে বাজারে আসছে বিএম এলপি গ্যাস। রেস্টুরেন্ট, গৃহস্থালি রান্না এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ১২, ৩৩ ও ৪৫ কেজির ৩টি ভিন্ন সাইজের সিলিন্ডারে গ্যাস বাজারজাত করবে বিএম এনার্জি বিডি লি:। বুধবার রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে এক সংবাদ সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আহমেদ এসব তথ্য জানান। ফিরোজ আহমেদ বলেন, আমরা ৩টি সাইজের ৪টি প্রোডাক্ট নিয়ে আসছি। আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে বাজারে পাওয়া যাবে আমাদের এ এলপি গ্যাস। ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগের কাজও শেষ পর্যায়ে। তিনি বলেন, বর্তমানে এটি খুব ক্ষুদ্র শিল্প। তবে সরকারের কয়েকটি সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে এ খাত আরও প্রসারিত হবে। অতীতে এ মার্কেট ছিল অনেকটা একচেটিয়া বাজারের মতো। আমরা এ বাজারে ৫ম প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছি। ফলে বাজারে এলপি গ্যাসের দামও কমে আসবে। বিএম এলপি গ্যাসের সর্বাধুনিক প্ল্যান্ট স্থাপনা, উল্লেখযোগ্য ধারণ ক্ষমতা, চাহিদা ও বিপণন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ৬৪ জেলায় আমাদের ডিস্ট্রিবিউটর নির্ধারণ করেছি। তিনটি অঞ্চলকে আমরা প্রাধান্য দিচ্ছি। এছাড়া চট্টগ্রামে আমাদের নিজস্ব প্ল্যান্ট রয়েছে। ব্যবহারকারীদের চাহিদা পূরণে আমরা সক্ষম হবো। জনকন্ঠের এক প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, এলপি গ্যাসের মূল্য আন্তর্জাতিক বাজারে প্রতি মাসে নির্ধারিত হয়ে থাকে। তাই এখনই সঠিকভাবে এর মূল্য কত হবে তা বলা যাচ্ছে না। তুলনামূলকভাবে নানা কারণে বাজারে এর দাম বেশি হয়ে থাকে। অপর এক প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, কোম্পানিটির ৪৯ শতাংশ শেয়ার নেদারল্যান্ডেসের, বাকিটা বাংলাদেশের। ৩০ মে রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ গ্যাসের বাজারজাতকরণের উদ্বোধন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএম এনার্জি বিডি লি: এর চেয়ারম্যান বার্ট প্রঙ্ক, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, এনড্রি হেন্ড্রিকস্ প্রমুখ।
×