ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রাম পুলিশদের সাইকেল প্রদান

প্রকাশিত: ০৪:৩২, ২৮ মে ২০১৫

গ্রাম পুলিশদের সাইকেল প্রদান

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৭ মে ॥ সদর উপজেলার ১৩ ইউনিয়নের গ্রাম পুলিশ, দফাদার ও মহল্লাদারদের কর্ম দক্ষতা বৃদ্ধি ও চলাচলের সুবিধার্থে বুধবার বাইসাইকেল ও মোবাইল ফোন বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ১৩০টি বাইসাইকেল ও মোবাইল ফোন বিতরণ করেন। সদর উপজেলার ২০১৪-১৫ সালের বাজেট বরাদ্দ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। পরিচ্ছন্নতা অভিযান স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সুন্দর, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন স্বপ্নের শহর গড়তে নীলফামারী পৌরসভা এলাকায় আনুষ্ঠানিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। বুধবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ উপলক্ষে আলোচনাসভা ও শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনাসভায় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, অতিরিক্তি পুলিশ সুপার মারুফ হাসান, সিভিল সার্জন ডাঃ আব্দুল রশিদ প্রমুখ। ইঞ্জিনিয়ারিং কলেজ দাবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতি বিভাগে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, বাজেটে বিশেষ বরাদ্দসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সকালে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পলিটেকনিক ইনস্টিটিউট আন্দোলনের জেলা সমন্বয়ক শিক্ষার্থী রাশেদুল হাসান। কৃষি উপকরণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৭ মে ॥ ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে শতকরা ৩০ ভাগ হারে ভর্তুকি প্রদান করে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা চত্বরে এ কৃষি উপকরণ বিতরণ করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম প্রমুখ।
×