ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অজ্ঞান পার্টির কবলে পুলিশ ও দুই ক্ষুদ্র ব্যবসায়ী

প্রকাশিত: ০৬:০৯, ২৮ মে ২০১৫

অজ্ঞান পার্টির কবলে পুলিশ ও দুই ক্ষুদ্র ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েই চলছে। গতকালও পৃথকভাবে এক পুলিশ কনস্টেবল ও দুই ক্ষুদ্র ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন। তারা হলেন- পুলিশ কনস্টেবল নাহিদুল, মহিউদ্দিন ও হারুন-অর-রশীদ। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিউদ্দিন ও হারুনের সহকর্মী অনিক জানান, তারা তিন জনই ক্ষুদ্র ব্যবসায়ী। গতকাল সকালে তারা বাসে নরসিংদী সদর থেকে ব্যবসায়িক কাজে গুলিস্তানের বঙ্গবাজার যাচ্ছিলেন। বাসের মধ্যে কোন এক সময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মহিউদ্দিন ও হারুন অচেতন হয়ে যান। এসময় দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ৫ লাখ টাকা নিয়ে যায়। এদিকে, গতকাল ভোরে শাহজাহানপুর এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন নাহিদুল নামে এক কনস্টেবল। তিনি রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত। ভোরে মুগদার বাসাবো এলাকার বাসা থেকে রাজারবাগ পুলিশ লাইনসে যাচ্ছিলেন।
×