ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাউচার্ডের বিদায়

প্রকাশিত: ০৬:২৩, ২৮ মে ২০১৫

বাউচার্ডের বিদায়

তৃতীয় পর্বে শারাপোভা, লিসিকি স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের প্রথম পর্ব থেকেই বিদায় নিলেন ইউজেনি বাউচার্ড। মঙ্গলবার ক্রিস্টিনা লাদেনোভিচের কাছে হেরে লজ্জাজনকভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন কানাডার তরুণ প্রতিভাবান এই টেনিস তারকা। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের শুরুর তৃতীয় দিন ক্রিস্টিনা লাদেনোভিচের কাছে ৬-৪ এবং ৬-৪ গেমে হেরে বিদায় নিতে হয় বাউচার্ডকে। তবে জয়ের ধারা অব্যাহত রেখেছেন মারিয়া শারাপোভা, লুসি সাফারোভা, সামান্থা স্টোসার এবং সাবিনে লিসিকির মতো তারকারা। অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে গত মৌসুমেই পাদপ্রদীপের আলোয় চলে আসেন কানাডার ইউজেনি বাউচার্ড। দেশটির প্রথম কোন খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের ফাইনালে উঠার রেকর্ড গড়েন তিনি। গত মৌসুমে উইম্বল্ডনের ফাইনালে চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হারলেও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে আসেন বাউচার্ড। শুধু কোর্টের লড়াই নয় বরং অসাধারণ রূপ-সৌন্দর্যের কারণে কোর্টের বাইরেও ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। কিন্তু চলতি মৌসুমে নিষ্প্রভ ২১ বছর বয়সী এই কানাডিয়ান। মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্টে ব্যর্থ হন তিনি। তবে দ্বিতীয় গ্র্যান্ডসøামের টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে নিজেকে মেলে ধরবেন বলেই প্রত্যাশা করেছিলেন তার ভক্ত-সমর্থকরা। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে গত মৌসুমের সেমিফাইনালিস্ট বাউচার্ড এবার প্রথম পর্ব থেকেই বিদায় নেন তিনি। মঙ্গলবার নিজের প্রথম ম্যাচে অখ্যাত খেলোয়াড় ক্রিস্টিনা লাদেনোভিচ ৬-৪ এবং ৬-৪ গেমে হারান বাউচার্ডকে। এর ফলে বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বার তারকা বাউচার্ড তার শেষ আট ম্যাচের সাতটিতেই পরাজয়ের স্বাদ পেয়েছেন। যা খুবই হতাশার। ইতালিয়ান ওপেনের শিরোপা জিতে ফ্রেঞ্চ ওপেনের ফেবারিট হিসেবেই বুধবার কোর্টে নামেন মারিয়া শারাপোভা। কিন্তু কোর্টে স্বদেশী তারকাকে পাত্তাই দেননি তিনি। এর ফলে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই শারাপোভা ৬-৩ এবং ৬-১ গেমে হারান ভিটালিয়া দিয়াতচেঙ্কোকে। তৃতীয় পর্বে রাশিয়ান তারকার প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। টুর্নামেন্টের ২৬তম বাছাই স্টোসার দ্বিতীয় পর্বে ৬-০ এবং ৬-১ গেমে হারান ফ্রান্সের এ্যামানদিন হেসেকে। শেষ ষোলোতে জায়গা পাওয়ার লক্ষ্যে শারাপোভা-স্টোসার দুজনেরই এখন অগ্নিপরীক্ষা। এছাড়া বুধবার জার্মানির সাবিনে লিসিকি ওয়াকওভারে জেতেন অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভার বিপক্ষে। চেক তারকা লুসি সাফারোভা ৬-২, ৬-০ গেমে হারান জাপানের কুরুমি নারাকে। দ্বিতীয় পর্বের টিকেট নিশ্চিত করা প্রমীলা তারকাদের লক্ষ্য এখন শুধুই নিজেদের ধারাবাহিকতা ধরে রাখা।
×