ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভাল কিছুর আশায় মুশফিক

প্রকাশিত: ০৬:২৬, ২৮ মে ২০১৫

ভাল কিছুর আশায় মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন, ‘আমরাই ফেযারিট।’ তার প্রমাণ মিলেছেও। এবার ভারতের বিপক্ষে সিরিজের আগে সাকিব বলেছেন, ‘আমরা সিরিজ জিততে পারব।’ এবার কী তা সম্ভব? বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম হার-জিতের দিকে যেতে রাজি নন। তিনি শুধু ভাল কিছুর আশায় আছেন। স্যামসাংয়ের পণ্যদূত হয়েছেন মুশফিক। বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিক। তিনি স্যামসাংয়ের স্থানীয় শাখার পণ্যদূত হিসেবে কাজ করবেন। মুশফিকই প্রথম বাংলাদেশী ক্রিকেটার যাকে পণ্যদূত হিসেবে বেছে নিয়েছে স্যামসাং। বুধবার রাজধানীর একটি হোটেলে স্যামসাং আয়োজিত এক সংবাদ সম্মেলনে পণ্যদূত হিসেবে মুশফিকের নাম ঘোষণা করা হয়েছে। আপাতত এক বছর প্রতিষ্ঠানটির সব ধরনের পণ্য ও সেবা প্রচারের জন্য কাজ করবেন মুশফিক। তবে কত টাকায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তা জানানো হয়নি। মুশফিককে দূত হিসেবে পেয়ে স্যামসাং বাংলাদেশের উর্ধতন কর্মকর্তা সিএস মুন বলেছেন, ‘খেলাধুলা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা তুঙ্গে। সুতরাং ক্রিকেট দলের অধিনায়ককে দূত হিসেবে পেয়ে আমরা খুশি।’ মুশফিক বলেছেন, ‘স্যামসাং শুধু প্রযুক্তিপণ্য নির্মাণের জন্য নয়, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকার জন্যও বিশেষভাবে পরিচিত। তাদের পণ্যদূতের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।’ সংবাদ সম্মেলন শেষ হতেই মুশফিককে বাংলাদেশ দল নিয়ে জিজ্ঞেস করা হয়। ভারতের বিপক্ষে সিরিজে কেমন ফল করতে পারে বাংলাদেশ, এমন প্রশ্ন ছুড়তেই টেস্ট অধিনায়ক জানান, ‘আসন্ন সিরিজে (ভারতের বিপক্ষে) ভাল খেলার বিষয়ে আমরা আশাবাদী। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ভাল করবে।’ আঙ্গুলের ইনজুরির জন্য বিসিএলের শেষ পর্বে খেলতে পারেননি মুশফিক। এ চোট পাকিস্তানের বিপক্ষে টেস্টেও ভুগিয়েছে মুশফিককে। সেই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টেস্টে সিরিজজুড়ে মুশফিকের নৈপুণ্য আশানুরূপও ছিল না। প্রথম টেস্টের প্রথম ইনিংসে যে ৩২ রান করেছেন, সেটিই সর্বোচ্চ। চোট এখন সেরে উঠছে। তা সারাতে বিশ্রামেও আছেন তিনি। এ প্রসঙ্গে বলেছেন, ‘এখন আগের চেয়ে ভাল অনুভব করছি। আশা করি, খেলতে কোন সমস্য হবে না।’ বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৭ জুন ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে। ১৮, ২১ ও ২৪ জুন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে।
×