ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেঞ্চুরি চান ধাওয়ান

প্রকাশিত: ০৬:১০, ২৯ মে ২০১৫

সেঞ্চুরি চান ধাওয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ আর এক সপ্তাহ পরেই বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে ভারতীয়রা। এ সফরে দারুণ কিছু করতে চান ওপেনার শিখর ধাওয়ান। ভারতীয় এ ওপেনারের লক্ষ্য বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর। ইতোমধ্যেই ভারতের টেস্ট ও ওয়ানডে দলের নির্ভরযোগ্য ওপেনার হিসেবে নিয়মিত হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে রানের মধ্যে থেকে তিনি সেই অবস্থানটা মজবুত করতে চান। টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘদিন পর কোন সফরে ধোনিকে ছাড়াই ভারতের টেস্ট দল যাবে। তবে ধোনি না থাকলেও বিরাট কোহলির নেতৃত্বে শক্তিধর দলই গঠন করেছে ভারত। আর ওয়ানডে সিরিজে ধোনির অধীনে দলে আছেন কোহলি, রোহিত শর্মা, ধাওয়ান, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, রবিচন্দ্রন অশ্বিনরা। সম্প্রতিই সফরকারী পাকিস্তানকে ঘরের মাটিতে নাকানি-চুবানি খাইয়েছে স্বাগতিক বাংলাদেশ। এ কারণে কোনভাবেই ঝুঁকি নিতে চায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সে কারণে গত বছর জুনে নিয়মিত ক্রিকেটারদের বাদ রেখে ভাঙ্গাচোরা একটি দল গঠন করে পাঠালেও এবার পূর্ণাঙ্গ শক্তির দলই ঘোষণা করেছে তারা। ভারতের ওয়ানডে ও টেস্ট উভয় স্কোয়াডের অন্যতম নির্ভরতা ধাওয়ান। এ ওপেনারের কাছ থেকে দারুণ কিছুই পাওয়ার আশায় থাকবে ভারতীয় দল। ধাওয়ান ৬১ ওয়ানডে খেলে ৮ সেঞ্চুরি এবং ১৩ টেস্ট খেলে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। দলের প্রয়োজনীয় ওপেনার হলেও ধাওয়ান মনে করছেন তিনি যথেষ্ট ভাল করতে পারেননি। সে কারণে বাংলাদেশ সফরে যত বেশি সম্ভব রান করে নিজেকে একটি ছন্দে ফিরিয়ে আনতে চান তিনি। ধাওয়ান এ বিষয়ে বলেন, ‘সবার মধ্যেই একটা ধারাবাহিক শক্তিমত্তা থাকা উচিত। আমার জন্য এটা আরও প্রয়োজন। প্রায় এক বছর ধরে আমি তেমন রানের মধ্যে নেই। এবার বাংলাদেশ সফরে সেখান থেকে বেরিয়ে আসতে চাই।’ ধাওয়ান নিজেকে নিয়ে সন্তুষ্ট না হলেও দল তার ওপর দারুণ নির্ভরশীল। এ বিষয়ে ধাওয়ান বলেন, ‘আমাকে সফল ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু আসল বিষয় হচ্ছে সাফল্যের চেয়ে আমার ব্যর্থতাই বেশি। খারাপ ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার বিষয়টি অবশ্যই থাকে সবসময়। আমিও এর ব্যতিক্রম নই। আমি অনেক ওয়ানডে খেলেছি কিন্তু সেঞ্চুরি করতে পেরেছি আটটি। অনেকে নিজের ফর্ম নিয়ে চিন্তা করে। কিন্তু আমি আমার ধৈর্য এবং ধারাবাহিকতা নিয়ে চিন্তিত। আমি নিজের বিষয়ে আত্মবিশ্বাসী এবং ভাল সময়ের অপেক্ষায় আছি।’ তবে গত বিশ্বকাপে ভারতের সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। ৮ ম্যাচে ৫১.৫০ গড়ে করেছেন ৪১২ রান। এবার আইপিএলেও রান পেয়েছেন। ১৪ ম্যাচে ১২৩.৪২ স্ট্রাইকরেটে করেছেন ৩৫৩ রান। এ বিষয়ে ধাওয়ান বলেন, ‘আমি শুধু সিরিজ বাই সিরিজ চিন্তা করছি। বছরজুড়েই যেহেতু খেলতে হয় ফিটনেস অনেক বড় বিষয়। এটা ধরে রাখা সহজ নয়। যখন বিশ্রামে থাকি সে জন্য আমি এটা নিয়ে তখনও কাজ করি।’
×