ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃষিকাজে লোকসান নদী ভাঙ্গন, দাদন ব্যবসা অন্যতম কারণ

দিনাজপুরে ভূমিহীন মানুষের সংখ্যা বাড়ছে

প্রকাশিত: ০৬:০০, ৩০ মে ২০১৫

দিনাজপুরে ভূমিহীন  মানুষের সংখ্যা  বাড়ছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলায় ভূমিহীন মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি হারিয়ে অনেকে এখন পাড়ি জমাচ্ছে জেলা শহরে। ফলে শহরে বস্তিবাসী ও ভাসমান মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কাজ না থাকায় ক্ষুধা মিটাতে তারা বেছে নিচ্ছে চুরি, ছিনতাইসহ জঘন্য পেশা। দিনাজপুর জেলায় হাজারও ভূমিহীন পরিবার বেঁচে আছে বেকারত্বের অভিশাপ নিয়ে। বছরে ৮ মাস তাদের হাতে কাজ থাকে না। ওই সময় তারা দুঃসহ জীবনযাপন করে। ভূমিহীন হওয়ার নেপথ্যে কারণ হিসেবে জানা গেছে, প্রতিপক্ষের মিথ্যা মামলা, বন্যা, নদী ভাঙ্গন, দাদন ব্যবসা, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি প্রভৃতি। কৃষি অলাভজনক পেশায় পরিণত হওয়ায় দিন দিন বেড়েই চলেছে ভূমিহীনদের সংখ্যা। এছাড়া জেলার প্রভাবশালী ব্যক্তিরা অসহায় পরিবারের শেষ সম্বল ভিটে মাটিটুকুও ভুয়া কাগজপত্র বানিয়ে দখলে রেখেছেন, এমন অভিযোগ অহরহ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসহযোগিতা ও আর্থিক সঙ্কটের কারণে শেষ পর্যন্ত বিত্তশালীদের কাছে অসহায় মানুষগুলো টিকে থাকতে না পেরে ভিটেমাটি হারিয়ে ভূমিহীনে পরিণত হচ্ছেন। অসংখ্য ভূমিহীন পরিবার বেঁচে থাকার তাগিদে আশ্রয় নিচ্ছে দিনাজপুর শহরে। কোন কোন পরিবার এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেছেন। এভাবেই বাড়ছে দিনাজপুর জেলায় ভূমিহীনদের সংখ্যা। যদিও সরকার ভূমিহীনদের পুনর্বাসনের কাজ হাতে নিয়েছে কিন্তু সে সুযোগ থেকে বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা।
×