ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডোর জন্য ১০০ মিলিয়ন পাউন্ড

প্রকাশিত: ০৬:১৭, ৩০ মে ২০১৫

রোনাল্ডোর জন্য ১০০ মিলিয়ন পাউন্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৪-১৫ মৌসুমটা দুর্দান্ত কেটেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। গোলের পর গোল আর হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করে সিআর সেভেন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কিন্তু ব্যক্তিগত পারফর্মেন্সে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আলো ছড়ালেও দলীয় পারফর্মেন্সে একেবারেই নিষ্প্রভ ছিল রিয়াল মাদ্রিদ। তারই ফলস্বরূপ দলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল। এরপর থেকেই বাতাসে ভেসে বেড়ানো খবর হলো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তা বুঝতে পেরে গত সপ্তাহেই সিআর সেভেনকে কেনার প্রস্তাব দেয় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বিশ্বফুটবলের সেরা তারকা রোনাল্ডোর জন্য ৮৯ মিলিয়ন পাউন্ড ব্যয় করার খবর প্রকাশ করে স্প্যানিশ দৈনিক মার্কা। এবার সেই সংখ্যাটাকে ১০০ মিলিয়ন পাউন্ড করল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্যারিয়ারের অর্ধযুগ কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর রেকর্ড পারিশ্রমিকের বিনিময়েই ইংলিশ প্রিমিয়ার লীগ ছেড়ে লা লীগায় যোগ দেন রোনাল্ডো। যখনই গুঞ্জন উঠেছে যে রিয়াল ছাড়ছেন রোনাল্ডো। ঠিক তখনই দলের সাবেক তারকাকে ফেরাতে মরিয়া হয়ে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর পেছনে কারণটাও সুস্পষ্ট। স্যার এ্যালেক্স ফার্গুসন ওল্ড ট্র্যাফোর্ডকে বিদায় বলার পর থেকেই অথৈই সাগরে ম্যানইউ। যে কারণেই ক্লাবের দুর্দশা কাটানোর জন্য রোনাল্ডোর মতো সৈনিককেই চায় তারা। তবে সেক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে প্রিমিয়ার লীগের সদ্য চ্যাম্পিয়ন চেলসি। ব্রিটিশ একটি দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, গত সপ্তাহে কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করার পরই জানায় যায় উত্তরসূরি হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসছেন রাফায়েল বেনিতেজ। কিন্তু কার্লো আনচেলত্তির পক্ষে ছিলেন রোনাল্ডো। শেষ পর্যন্ত সিআর সেভেনের পছন্দকে পাত্তা না দিয়েই আনচেলত্তিকে বরখাস্ত করে রিয়াল। প্রতিবেদনে আরও বলা হয়, গ্যারেথ বেলের প্রতি রাফায়েল বেনিতেজের দুর্বলতা আছে। যে কারণে রোনাল্ডোর চেয়ে বেলকেই প্রাধান্য দেবেন বেনিতেজ।
×