ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফুসফুস ক্যান্সারের নতুন চিকিৎসা

প্রকাশিত: ০৪:৩৪, ৩১ মে ২০১৫

ফুসফুস ক্যান্সারের নতুন চিকিৎসা

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত কিছু রোগীর বেঁচে থাকার সম্ভাবনা দ্বিগুণ করেছে নতুন এক চিকিৎসা। গবেষণার প্রাথমিক ফলে দেখা গেছে, নন-স্মল সেল ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপির চেয়ে ইমিউনোথেরাপি বেশি কার্যকর। গবেষকরা শুক্রবার এ তথ্য জানিয়েছেন। সবচেয়ে প্রাণঘাতী হিসেবে পরিচিত ফুসফুসের ক্যান্সারে প্রতিবছর সারাবিশ্বে প্রায় ১৬ লাখ লোক মারা যায়। এটি প্রায়ই দেরিতে শনাক্ত হওয়ায় এর চিকিৎসা করা কঠিন হয়ে পড়ে। পাঁচ শ’ ৮২ জনের ওপর করা গবেষণার ফলকে ‘রোগীর জন্য প্রকৃত আশা’ বলে আখ্যায়িত করা হয়েছে। রোচ কোম্পানির তৈরি নিভোলুমাব নামের এই নতুন ওষুধটি ক্যান্সার আক্রান্ত সেলগুলো শনাক্ত এবং তা মেরে ফেলার মতো গুরুত্বপূর্ণ কাজে টি-সেলগুলোর সক্ষমতা বাড়ায়। আক্রান্তদের মধ্যে প্রায় ৮৫ শতাংশ নন-স্মল সেল ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রোগী এবং ইতোমধ্যেই অন্য চিকিৎসা নিয়েছে তাদের ওপর এই ওষুধের পরীক্ষা চালানো হয়েছে। এই পর্যায়ে স্ট্যান্ডার্ড থেরাপি নেয়া রোগীরা নয় দশমিক চার মাস পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু নিভোলুমাব দেয়া রোগীরা গড়ে ১২ দশমিক দুই মাস পর্যন্ত বেঁচে ছিল। তবে কিছু রোগীর ক্ষেত্রে আশাতীত ভাল ফল পাওয়া গেছে। আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজিতে এই গবেষণার তথ্য উপস্থাপন করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রিস্টল-মেয়ার্স স্কুইব। এই গবেষক দলের প্রধান স্পেনের মাদ্রিদের হসপিটাল ইউনিভার্সিটারিও ডোসে ডি অক্টাব্রির ড. লুইস পাজ এ্যারেস বলেছেন, ফুসফুসের ক্যান্সারের এই নতুন চিকিৎসা একটি মাইলফলক। - ডেইলি মেইল ও বিবিসি।
×