ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অখুশি ক্রুইফ, সন্তুষ্ট ওয়াল্টার স্টেঞ্জ

প্রকাশিত: ০৬:২৭, ৩১ মে ২০১৫

অখুশি ক্রুইফ, সন্তুষ্ট ওয়াল্টার স্টেঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘প্রথম ২০ মিনিট আমরা অসাধারণ খেলেছি। বিশেষ করে শুরুতেই গোল পেয়ে যাওয়ায় সবাই উদ্দীপ্ত ছিল। তবে সময় যতই গড়িয়েছে, ততই আমরা খেই হারিয়ে ফেলি। তারপরও এর মধ্যে হেমন্ত দারুণ গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি’- কথাগুলো লোডভিক ডি ক্রুইফের। তিনি বাংলাদেশ জাতীয় দলের ডাচ্ কোচ। শুরুতেই এক গোলে এগিয়ে থেকেও ম্যাচ শেষে বাংলাদেশ হেরে যায় ২-১ গোলে। সিঙ্গাপুরের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতিম্যাচে এমন ফলে খুশি হতে পারেননি তিনি। ক্রুইফ দ্বিতীয়ার্ধে ম্যাচের কৌশল পাল্টেও কোন ফল পাননি। ‘গরম আবহাওয়া ম্যাচে প্রভাব ফেলেছে’- জানান তিনি। আরও বলেন, ‘দ্বিতীয়ার্ধে কৌশল পাল্টানোর পর গোলের অনেক সুযোগ আমরা নষ্ট করেছি। ম্যাচে আমাদের আরও ভাল করা উচিত ছিল। সব মিলিয়ে দলের পারফর্মেন্সে আমি খুশি নই।’ অসুস্থ থাকায় এ ম্যাচে খেলেননি উইঙ্গার জাহিদ। এ প্রসঙ্গে ক্রুইফ বলেন, ‘জাহিদের অভাব টের পেয়েছি। হারলেও অধিনায়ক মামুনুল ভাল খেলেছে। প্রীতিম্যাচ হলেও এটা বেশ গুরুত্বপূর্ণ ছিল।’ বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচগুলোতে প্রথম ম্যাচেই বাজে খেলা আমাদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এশিয়ান গেমস বাদ দিলে দেখবেন, দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলেই আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারি না। এর কারণ ঘরোয়া লীগে দুই-একটি ম্যাচ ছাড়া আমরা খুব একটা চাপে থাকি না। সেই হিসেবে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ম্যাচ এলেই নার্ভাসনেস কাজ করে। ফলে শুরুটা ভাল হয় না।’ বার্নড ওয়াল্টার স্টেঞ্জ। বয়স ৬৭। ৪৩ বছরের কোচিং ক্যারিয়ার! এক সময় পশ্চিম জার্মানির কোচ ছিলেন। এখন তিনি সিঙ্গাপুরের কোচ। শনিবার প্রীতি ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে তার দল। জিতলেও ম্যাচ শেষে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন তিনি, ‘দারুণ আতিথেয়তা। আমি মুগ্ধ। আবারও আসতে চাই এখানে।’ ম্যাচ প্রসঙ্গে বলেন, ‘কঠিন ম্যাচ। দুই দলের সামর্থ্যও ছিল কাছাকাছি। তবে বাংলাদেশ দল ধীরে ধীরে উন্নতি করছে, যা প্রশংসার দাবিদার।’ শুরুতেই গোল হজম করা প্রসঙ্গে বার্নড বলেন, ‘এটা ছিল বড় রকমের ধাক্কার মতো। এর ওপর গরম আবহাওয়াও প্রভাব ফেলে ম্যাচে। সবমিলিয়ে বলব, দারুণ একটা ম্যাচ হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের আগে এ জয় দলকে অনুপ্রাণিত করবে।’ আর কয়েক দিন পরই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কম্বোডিয়ার মুখোমুখি হবে সিঙ্গাপুর। প্রথমার্ধ ছিল ১-১ গোলে সমতা। তবে ৭২ মিনিটে কামালের দুর্দান্ত গোলে জয় পায় সিঙ্গাপুর। বার্নড রোমাঞ্চিত হন গোলটি দেখে, ‘ব্রিলিয়েন্ট গোল। সত্যিই চোখে লেগে আছে।’ অন্যদিকে সিঙ্গাপুরের হয়ে প্রথম গোল করে সমতা আনা নওয়াজ বলেন, ‘জিতলেও ম্যাচটি বেশ কঠিন ছিল আমাদের জন্য।’
×