ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০৬:৩৬, ৩১ মে ২০১৫

মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে অর্পিত সম্পত্তি প্রর্ত্যপণ আইন দ্রুততম সময়ে বাস্তবায়ন এবং ভূমি অফিসের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মানববন্দন করে। পরে মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক অজয় চক্রবর্তীর সভাপতিত্বে আরও অংশ নেন মনোজ কুমার সিংহ, ননী গোপাল হালদার, বলরাম বাহাদুর, বাশুদেব নাগ প্রমুখ। কৃষি গবেষণায় কর্মশালা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩০ মে ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের’ সমাপনী কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরস্থিত বারি’র এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে সকালে ইনস্টিটিউটের মহাপরিচালক ড. রফিকুল ইসলাম ম-লের সভাপতিত্বে সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। দুর্নীতিবিরোধী সাইকেল র‌্যালি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবে’ এই সেøাগান কে ধারণ করে শনিবার খুলনায় একটি দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট গ্রুপের উাদ্যোগে সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার নেতৃত্বে পরিচালিত এই সাইকেল র‌্যালিটি নগরীর রয়্যাল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিআইবি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সকাল ৯টায় সাইকেল র‌্যালিটি উদ্বোধন করেন সনাক খুলনার সভাপতি বেগম ফেরদৌসী আলী। গুণী মা সংবর্ধনা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে গুণী মা’দের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর উন নবী বলেছেন, মায়ের বিকল্প হচ্ছেন ‘মা’। মায়ের বিকল্প যেমন নেই, তেমনি তাদের সংবর্ধনা প্রদানের ক্ষমতাও আমার নেই। এজন্য প্রয়োজন আমাদের নিজ নিজ মা’য়েদের শ্রদ্ধা ও সম্মান জানানো। তাহলেই তারা গুণী ব্যক্তি হিসেবে নিজ বাড়িতেই সংবর্ধিত হবেন। শনিবার সকালে শহরের এফপিএবি মিলনায়তনে বিশ্ব মা দিবস উপলক্ষে লাল সবুজের বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা আয়োজিত গুণী মা’দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×