ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিরতির পর আবার মঞ্চে ‘হরগজ’

প্রকাশিত: ০৬:৪৭, ৩১ মে ২০১৫

বিরতির পর আবার মঞ্চে ‘হরগজ’

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ নয় মাস বিরতির পর আবারও মঞ্চে আসছে নাট্যাচার্য সেলিম আল দীন রচিত এবং স্বপ্নদল প্রযোজিত নাটক ‘হরগজ’। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় নাটকটির ২৭তম মঞ্চায়ন হবে। ‘হরগজ’ নাটকটি দলের নবম প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন স্বপ্নদল প্রধান জাহিদ রিপন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সুকন্যা, সামাদ, শিশির, শাওন, রেজাউল, তীর্থ, মিতা, মোস্তাফিজ, নাবলু, তানভীর, জেবু, মাধূরী, রিমু, শরীফ, সাইদ, হিটলার, মাসুদ, মৈত্রী, আলী, বিমল, জুঁই, জুয়েনা, জাহিদ প্রমুখ। প্রযোজনাটির আলোক-পরিকল্পনা করেছেন ঠা-ু রায়হান, মঞ্চ-পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় শিশির সিকদার। নাটকের নির্দেশক জাহিদ রিপন জানান, মানিকগঞ্জ জেলার হরগজে ১৯৮৯ সালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ১৯৯২ সালে নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম-উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগত থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকের গল্প আবর্তিত। কাব্যিক এ প্রযোজনায় শেষাবধি হরগজ যেন তাদের সামনে রূপান্তরিত হয় বিশ্বব্যাপী ভাঙ্গা মানবভুবনের রূপক-রূপে, যেখানে কোন মানুষই আর সম্পূর্ণ নেই! এ নাটকে নাট্যকার ত্রাণদল-প্রধান আবিদের মাধ্যমে এক নব্যকালের যিশুখ্রিস্টকে দৃশ্যমান করেছেন, যে ত্রাণদাতারূপে উপস্থিত হয়ে দুর্গত মানুষের প্রতি হার্দিক সমমর্মিতায় সময়ের ব্যবধানে নিজেই যেন আর্তে পরিণত হয়। আর পাশাপাশি দর্শক মুখোমুখি হয় এক অভূতপূর্ব অভিজ্ঞতার!
×