ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অগ্রগতি সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে

প্রকাশিত: ০৪:০৯, ১ জুন ২০১৫

অগ্রগতি সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশদ্রোহী বিএনপি-জামায়াতের অব্যাহত ষড়যন্ত্রের মাঝেও বাংলাদেশ ৬ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। অগ্রগতির অনেক সূচকে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের চেয়ে এগিয়ে আছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষতার সঙ্গে কার্যকর ম্যাক্রো-ইকোনমিক পলিসি প্রণয়ন ও তা অনুসরণ করে যাচ্ছে। ফলে অর্থনীতিতে দেশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটবে।’ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলন-২০১৫’ উপলক্ষে আয়োজিত ‘খাদ্যের অধিকার : বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আমু বলেন, গত এক দশকে দেশে দারিদ্র্যের হার দৃশ্যমান মাত্রায় কমেছে। বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ শতাংশ থেকে ২৪ শতাংশে নেমে এসেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×