ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বব্যাপী গাড়ি প্রত্যাহার

প্রকাশিত: ০৪:০৯, ১ জুন ২০১৫

বিশ্বব্যাপী গাড়ি প্রত্যাহার

এয়ারব্যাগে ত্রুটি থাকায় বিশ্বব্যাপী ব্যাপকসংখ্যক গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে ৩ বড় কোম্পানি ফিয়াট ক্রিসলার, হোন্ডা ও বিএমডব্লিউ। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এয়ারব্যাগগুলো জাপানিজ কোম্পানি টাকাটার তৈরি। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি বলেছে, সারা বিশ্বে এয়ারব্যাগে ত্রুটিযুক্ত ৫৩ মিলিয়ন গাড়ি রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নিতে যাচ্ছে গাড়ি প্রস্তুতকারক কোম্পানি তিনটি। বিশ্বব্যাপী এয়ারব্যাগে ত্রুটি থাকায় ব্যাপকসংখ্যক গাড়ি প্রত্যাহার করে নিচ্ছে তিন বড় কোম্পানি ফিয়াট ক্রিসলার, হোন্ডা ও বিএমডব্লিউ। প্রতিবেদনে বলা হয়, শুধু যুক্তরাষ্ট্রেই এয়ারব্যাগে ত্রুটিযুক্ত ৩৪ মিলিয়ন গাড়ি রয়েছে। যদি এগুলো প্রত্যাহার করা হয় তাহলে তা হবে দেশটির ইতিহাসে এত গাড়ি সরানোর প্রথম কোন ঘটনা। প্রতিবেদনে জানানো হয়, হোন্ডা গাড়ির এয়ারব্যাগে ত্রুটি থাকায় বিশ্বব্যাপী ৬ জনের মৃত্যু হয়েছে।-অর্থনৈতিক রিপোর্টার
×