ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুন্দরবনে বনদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ ॥ ৩ জেলে গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৫:১৪, ১ জুন ২০১৫

সুন্দরবনে বনদস্যুদের  মধ্যে বন্দুকযুদ্ধ ॥ ৩ জেলে গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনদস্যু বারেক ও ভাই ভাই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সুন্দবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মধ্যবর্তী শ্যালা নদীর কলামুলা খাল এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে কলামুলা খালে অবস্থানরত তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আহত জেলেরা হলেনÑ শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ছন্দেহ আলীর ছেলে এছহাক আলী, মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ইউনুছ আলী ও একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে আমিনুল ইসলাম। এদের মধ্যে ইছহাক আলীকে শরণখোলা হাসপাতালে ও বাকি দুজনকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী কবির তালুকদার ঘটনাস্থল থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে জানান, শনিবার গভীররাতে বনদস্যু বারেক বাহিনী ও ভাই ভাই বাহিনী ধানসাগর স্টেশনের শ্যালা এলাকা দখল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরেই দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। দুই পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এ সময় কলামুলা খালে ২৫ থেকে ৩০টি জেলে নৌকা অবস্থান করছিল। জেলেরা খালে জাল পেতে নৌকায় ঘুমিয়ে ছিলেন। দস্যুদের ছোড়া গুলি উত্তর রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী চানমিয়া হাওলাদারের জেলেদের নৌকায় এসে লাগে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হন। গোলাগুলি থেমে গেলে পার্শ্ববর্তী জেলেরা গুলিবিদ্ধ ওই তিন জেলেকে উদ্ধার করে।
×