ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলেজ শিক্ষকদের জন্য অনলাইনে আইসিটি

প্রকাশিত: ০৫:১৫, ১ জুন ২০১৫

কলেজ শিক্ষকদের জন্য অনলাইনে আইসিটি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩১ মে ॥ জাতীয় বিশ্ববিদ্যালয় আইসিটি বিষয়টি কলেজ শিক্ষকদের জন্য অনলাইনের মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে। এছাড়াও বিজ্ঞান শিক্ষা প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজসমূহে সায়েন্স ল্যাব অত্যাধুনিক করার জন্য যন্ত্রপাতি ক্রয়ের অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে কলেজ শিক্ষকদের ৯০তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণকালে প্রধান অতিথির ভাষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. আসলাম ভূঁইয়া এ কথা জানান। পদার্থবিজ্ঞান, ব্যবস্থাপনা এবং ইংরেজী বিষয়ে ৮৭ কলেজ শিক্ষক চার সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম রবিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×