ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও সীমান্তে ফেনসিডিলসহ গ্রেফতার দুই

প্রকাশিত: ০৫:১৫, ১ জুন ২০১৫

ঠাকুরগাঁও সীমান্তে ফেনসিডিলসহ গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩১ মে ॥ জেলার হরিপুর উপজেলার মোলানী সীমান্তে বিজিবি দুই দিনে ৫০২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে। আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে মলানী ও ধর্মগড় বিওপি যৌথ অভিযান চালিয়ে রানীশংকৈল উপজেলার চিকনী গ্রাম হতে ৪৩৭ বোতল ফেনসিডিলের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় বিজিবি সম্রাট ও স্বপন নামে দুই জনকে আটক করে। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের এবং তাদের থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত নুরুজ্জামান স¤্রাট (২৭) রানীশংকৈল উপজেলার চিকনী (চাকমাপাড়া) গ্রামের মজিবুর রহমান (বুলু) ও ছেলে এবং কোরবার আলী, (স্বপন) একই উপজেলার ধর্মগড় কলোনী গ্রামের মৃত আব্দুল মালেক (দুলাল) এর ছেলে । অপরদিকে মলানী বিওপি বিজিবি টহল দল হরিপুর উপজেলার অন্তর্গত কাঠালডাঙ্গী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে।
×