ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাশা ডেনিমসের বোনাস বিওতে জমা

প্রকাশিত: ০৪:০৬, ২ জুন ২০১৫

শাশা ডেনিমসের বোনাস বিওতে জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সোমবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, শাশা ডেনিমস শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে গত ২১ মে। কোম্পানির রেকর্ড ডেট ছিল গত ২৩ এপ্রিল। এনসিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এনসিসি ব্যাংকের উদ্যোক্তা খন্দকার জাকারিয়া মাহামুদ ১ লাখ ৩০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবেন। উল্লেখ্য, সোমবার এনসিসি ব্যাংকের শেয়ার ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে।
×