ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রশিক্ষণার্থী লাঞ্ছিত

প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৪, ২ জুন ২০১৫

প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর পিটিআই’র ইন্সট্রাক্টরের হাতে প্রশিক্ষণার্থীদের লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে এবং শাস্তি ও বিচার দাবিতে সোমবার দুপুরে ১শ’ ৫২ প্রশিক্ষণার্থী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। দিনাজপুর সুইহারীর পিটিআই কার্যালয়ের সামনের সড়কে পিটিআইয়ের প্রশিক্ষণার্থীরা মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে প্রশিক্ষণার্থীরা অভিযোগ করে বলেন, গত ৯ এপ্রিল বিপিএড প্রশিক্ষণরত শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করতে গিয়ে ইন্সট্রাক্টর শারমিন সুলতানা প্রশিক্ষণার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং লাঞ্ছিত করেন। এই ঘটনার ব্যাপারে প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক এবং দিনাজপুরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেও কোন বিচার পাননি তারা। আইএইউপি ৫০তম সভায় এআইইউবি চেয়ারম্যান ও উপাচার্য ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ৫০তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত ২৩ মে যুক্তরাজ্যের পার্লি ডিকিন্সন বিশ্ববিদ্যালয়ের রক্সটন কলেজে এবং ২৪ মে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে অর্ধ-বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ভাইস-চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (এআইইউপি) ৫০তম বার্ষিকী উপলক্ষে কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। তার সঙ্গে ছিলেন এআইইউবিএর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। -বিজ্ঞপ্তি শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২৮ মে রাজধানীর অফিসার্স ক্লাবে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। দেশের বিভিন্ন কলেজ, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অসচ্ছল পরিবারের ৫০০ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ২০ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ২৫ হাজার টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। উল্লেখ্য ২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে এ বৃত্তি প্রদান করে চলেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তির চেক প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত একজন ছাত্র ও একজন ছাত্রী অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
×