ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রুশ সুন্দরীকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সাফারোভা

চ্যাম্পিয়ন শারাপোভার বিদায়

প্রকাশিত: ০৬:২৩, ২ জুন ২০১৫

চ্যাম্পিয়ন শারাপোভার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ সোমবার ছিল ফ্রেঞ্চ ওপেনের নবম দিন। আর এদিন বড় অঘটন দেখল টেনিস বিশ্ব। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ পর্ব থেকেই বিদায় নিলেন বর্তমান চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। চেক প্রজাতন্ত্রের ১৩তম বাছাই লুসি সাফারোভার কাছে হেরে ফ্রেঞ্চ ওপেন থেকে ছিটকে পড়েন দ্বিতীয় বাছাই মারিয়া শারাপোভা। লুসি সাফারোভা ফ্রেঞ্চ ওপেনের ১৩তম বাছাই। রাশিয়ান গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভাকে হারিয়ে প্রথমবারের মতো মেজর কোন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেন তিনি। সোমবার ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ পর্বে ৭-৬ (৭/৩) এবং ৬-৪ গেমে মারিয়া শারাপোভাকে পরাজয়ের স্বাদ উপহার দিয়ে টুর্নামেন্টের শেষ আটের টিকেট নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ এখন গার্বিন মুগুরুজা। স্পেনের ২১তম বাছাই মুগুরুজা। একইদিনে ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেন তিনি। চতুর্থ পর্বে মুগুরুজা ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন ফ্লাভিয়া পেনেত্তাকে। গত এক দশক ধরেই টেনিস বিশ্বে দ্যুতি ছড়াচ্ছেন মারিয়া শারাপোভা। সুদীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচ গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান তিনি। গত মৌসুমে এই ফ্রেঞ্চ ওপেনেই শেষবারের মতো মেজর শিরোপা জিতেন রুশ সুন্দরী। যে কারণে এবারও ফেবারিট ছিলেন শারাপোভা। তাছাড়া ফ্রেঞ্চ ওপেনের আগে ইতালিয়ান ওপেনের শিরোপাটাও নিজের শোকেসে তুলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নাম্বার তারকা। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের কোর্টে যেদিন থেকে খেলতে নামেন মাশা। তখন থেকে তার সঙ্গী হয়ে যায় ঠা-া আর কাশি। যে কারণে কোর্টে নেমে প্রথম দিনেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। তারপরও ঠা-া-কাশিকে সামলিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিন শারাপোভা। কিন্তু ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ পর্বেই থেমে গেল সাবেক নাম্বার ওয়ান এই টেনিস তারকার জয়রথ। প্রথম সেটটা বেশ জমজমাট হলেও দ্বিতীয় সেট তুলণামূলকভাবে সহজেই শারাপোভাকে হারিয়ে দেন সাফারোভা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে শারাপোভা বলেন, ‘টুর্নামেন্টের শুরুর দিন থেকেই আমি এখানে সমস্যায় ভুগছিলাম। কিন্তু সেই সমস্যা কাটিয়ে উঠতে পারছিলাম না। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে সাফারোভা অনেক ধারাবাহিক। আক্রমণাত্মকও। মূলত এটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। আমি বলব এই দিন আমার জন্য খুবই কঠিন।’ ২০১০ সালে মাদ্রিদে প্রথমবারের মতো শারাপোভাকে হারিয়েছিলেন সাফারোভা। এর পরের চার ম্যাচেই সব হেরেছেন সাফারোভা। এবার দারুণ সময়ে হারের প্রতিশোধটা নিয়ে নিলেন তিনি। ফরাসী ওপেনে দুর্দান্ত গতিতে ছুটছেন সানিয়া মির্জা। রবিবার দারুণ জয়ে রোঁলা গারোয় কোয়ার্টার ফাইনালে পৌঁছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। এদিন মহিলা ডাবলসের তৃতীয় পর্বে কারিন ন্যাপ ও রবার্তা ভিঞ্চিকে সরাসরি সেটে রীতিমতো উড়িয়েই দেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ইন্দো-সুইস জুটি।
×