ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মহিলা হ্যান্ডবল লীগ

প্রকাশিত: ০৬:২৪, ২ জুন ২০১৫

মহিলা হ্যান্ডবল লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ‘কিউট মহিলা হ্যান্ডবল লীগ’-এ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সোমবারের খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৫৮-৬ গোলে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে, আর এন স্পোর্টস হোম ১৭-১০ গোলে মাদারীপুর হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে এবং আরামবাগ ক্রীড়া সংঘ ৩৩-১৩ গোলে ভিকারুননিসা স্পোর্টস ক্লাবকে হারায়। বাস্কেটবলে জাবি চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ‘কিউট মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন (বীর বিক্রম) মেমোরিয়াল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ’-এর শিরোপা জিতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সোমবার অনুষ্ঠিত ফাইনালে তারা ৮১-৬৭ পয়েন্টে হারায় ভার্টিকেল হরিজনকে হারায়। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) হেড অব মার্কেটিং এ্যান্ড সেলস কাজী নেওয়াজ ইবনে মাহতাব প্রধান অতিথি এবং বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃজেলা ও জাতীয় কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ চলমান ‘মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা’র আঞ্চলিক সেবা জোনের সোমবারের খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ২ লোনাসহ ২১-১৯ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে, বাংলাদেশ বিমান বাহিনী ৫ লোনাসহ ৫৬-১২ পয়েন্টে বাংলাদেশ ফায়ার সার্ভিস কাবাডি হারায়। মঙ্গলবার সকাল ৯টায় সেনাবাহিনী-বিমানবাহিনী এবং সকাল ১০টায় বিজিবি-নৌবাহিনীর মধ্যে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মহিলা দাবা স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্বের খেলা আগামী ২২ জুন থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। সবার জন্য এ প্রাথমিক পর্বে অংশগ্রহণ উন্মুক্ত। আগ্রহীদের ২০ জুনের মধ্যে দাবা ফেডারেশনে নাম জমা দিতে হবে।
×