ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে ৯ শিক্ষক সাসপেন্ড

প্রকাশিত: ০৬:২৮, ২ জুন ২০১৫

লালমনিরহাটে ৯ শিক্ষক সাসপেন্ড

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১ জুন ॥ লালমনিরহাটে কবি শেখ ফজলুল করিম বালিকা বিদ্যালয়ে কারিগরি শাখায় এসএসসি পরীক্ষার্থীদের ফল না আসায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নয় সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ৯ সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্তের নোটিস দিয়ে জানিয়ে দিয়েছে। সাময়িক বরখাস্ত সহকারী শিক্ষকরা হলেন হাসান আলী (ইংরেজী), জরিনা বানু (সমাজবিজ্ঞান), আব্দুল লতিব (গণিত), সাজেদুল ইসলাম (কারিগরি শিক্ষা), আব্দুল রাজ্জাক (বাংলা), ছপিয়ার রহমান (ব্যবস্থাপনা), সোলেমান আলী ম-ল (কৃষি শিক্ষা), আলতাব হোসেন (ইসলাম ধর্ম শিক্ষা) ও শফিকুল ইসলাম (কম্পিউটার শিক্ষা)। চট্টগ্রামে নিজের বন্দুকের গুলিতে আনসার সদস্য নিহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর হালিশহর আনসার ক্যাম্পে অসতর্কতায় নিজের গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন এক আনসার সদস্য। রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহত এই আনসার সদস্যের নাম মাহাবুবুর রহমান (২০)। তার বাড়ি নেত্রকোনা জেলায়। চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে আগুন ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১ জুন ॥ চাঁদপুর-ঢাকা নৌরুটে চলাচলকারী এমভি তুতুল লঞ্চে বৈদ্যুতিক শর্টসার্কিটে যাত্রীদের কেবিনে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন দেখে যাত্রীরা ছোটাছুটি করতে গিয়ে কমপক্ষে ১০জন আহত হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ পুলিশ, দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। লঞ্চের দায়িত্বে থাকা সুপারভাইজার শাহ্ আলম চোকদার জানান, সকাল ১০টায় ঢাকার উদ্দেশ্যে লঞ্চটি চাঁদপুরঘাট ত্যাগ করে। সকাল সোয়া ১০টায় লগ্গীমারার চর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লঞ্চের ৩য় তলার একটি ডবল কেবিনে আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখায় পাশের দুটি কেবিন সম্পূর্ণ পুড়ে যায়। ঠাকুরগাঁও সীমান্তে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ নিজস্ব সংবাদদাত, ঠাকুরগাঁও, ১ জুন ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত থেকে সোমবার আব্বাস আলী (২৫) বাংলাদেশী এক নাগরিককে আটক করে নিয়ে গেছে বিএসএফ।
×