ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পান্থপথে পাইলিং ধস পাঁচ দিন পর রাস্তা খুলে দেয়া হলো ৩২ নম্বর গামী রোড

প্রকাশিত: ০৬:৪৭, ২ জুন ২০১৫

পান্থপথে পাইলিং ধস পাঁচ দিন পর রাস্তা  খুলে দেয়া হলো ৩২ নম্বর গামী রোড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পান্থপথে নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের ধসের ঘটনার পাঁচ দিন পর খুলে দেয়া হলো সার্ক ফোয়ারা থেকে ধানম-ি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির দিকে যাওয়ার এক পাশের রাস্তা। সোমবার সন্ধ্যায় রাস্তাটি খুলে দেয়া হয়। তবে আপাতত অত্যধিক ভারি কোন যানবাহন চলাচল করতে দেয়া হচ্ছে না। এদিকে পাইলিংয়ের গর্তের প্রায় অর্ধেকটাই বালু দিয়ে ভরাট করা হয়েছে। অনবরত ভরাট কাজ চলছে। ভরাটের সঙ্গে সঙ্গে ঝুঁকি কমে আসছে। সোমবার নতুন করে কোন ধসের ঘটনা ঘটেনি। গত ২৭ মে বুধবার সকাল সাতটার দিকে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ মোড়ে সি আর দত্ত সড়কের ১/সি/১ নম্বর হোল্ডিংয়ে নির্মাণাধীন বহুতল ভবনের পাইলিংয়ের গর্তে ধসের ঘটনা ঘটে।
×