ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেরদৌসী খানম লাকী

আপনারাই বলুন

প্রকাশিত: ০৩:৪৯, ৪ জুন ২০১৫

আপনারাই বলুন

পত্রিকার পাতায় চোখ রাখলেই প্রতিদিন চোখে পড়ে নারী নির্যাতনের ঘটনা। কখনও ঘরে কখনও বাইরে। ঘর থেকে শুরু করে রাস্তা-ঘাট, কর্মস্থল, শিক্ষাক্ষেত্র কোথাও নিরাপত্তা নেই আজ। নারী আজ নিগ্রহের শিকার। এটাতো শুধু আজকের বিষয় নয়। অন্ধকার আদিম যুগ থেকে শুরু করে অদ্যাবধি চলছে। অন্ধকার যুগে মেয়ে শিশুকে জীবন্ত কবর দেয়া হতো। কারা দিতো? তথাকথিত পুরুষ নামক নরপিশাচারইতো। যুগে যুগে ত্যাগ তিতিক্ষায় নারীজীবন নিঃশেষ হয়ে জ্বলন্ত শিখার মতো জ্বলে উঠে আবার তা হঠাৎ করেই দপ করে নিভে যেতে পারে না। ইসলাম নারীকে যে মর্যাদার আসনে বসিয়েছে সেই মার্যাদার কথা মনে রেখে যদি পুরুষ সমাজ নারীকে সম্মান করত তাহলে আজ এ রকম দৃশ্য চোখে দেখতে হতো না। সমাজের রক্ষাকর্তারা, এখনই ভাবনার সময় হয়েছে। আপনারা কি সামাজিকভাবে এ অন্যায়কে প্রতিহত করবেন নাকি নারীরা প্রত্যেকে তাদের সম্ভ্রম রক্ষার্থে ভ্যানিটি ব্যাগে ‘অস্ত্র’ রাখা শুরু করবে? সেটা কি সভ্য সমাজের নিদর্শন হবে? আপনারাই বলুন। আগারগাঁও, ঢাকা থেকে
×