ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফুটবলার তানভীর

প্রকাশিত: ০৪:৪৭, ৪ জুন ২০১৫

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ফুটবলার তানভীর

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক জাতীয় ফুটবলার তানভীর চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউ ইউনিটে রয়েছেন তিনি। তাকে পুরোপুরি আবার স্বাভাবিক জীবনে আনতে হলে প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে সংগ্রহ করা অসম্ভব। এখনও হাসপাতালে তার চিকিৎসা ব্যয় বকেয়া হিসেবে রয়েছে ১০ লাখ টাকা। তানভীরের ৬ বছর এবং ৭ মাস বয়সী দুটি সন্তান রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তার সহায়তায় এগিয়ে এসেছে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের এক সময়কার সাড়া জাগানো সব ফুটবলারদের উপস্থিতিতে সবারই একটাই আবেদন ছিলÑ এই হাস্য উৎফুল্ল্য ফুটবলারকে আবারও স্বাভাবিক অবস্থায় ফেরানো। কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক সময়কার জাতীয় দলের অধিনায়ক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহসভাপতি, বর্তমান যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। তিনি বলেন তাকে সব রকমের সাহায্য সহযোগিতা করবে সরকার। আশা করি তিনি সুস্থ হয়ে সবার কাছে ফিরে আসবেন। কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, একজন জাতীয় ফুটবলার এভাবে হারিয়ে যেতে পারে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় তিনি আবারও সবার কাছে ফিরে আসবেন। তাই দেশের আপামর জনসাধারণের কাছে আকুল আবেদন করছি তাকে সাহায্য করার। সবার সাহায্যেই তানভীর আবারও ফিরে আসবেন। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক, আলফাজ আহমেদ। উপস্থিত ছিলেন জাকির হোসেন, গোলাম গাউস, মতিউর মুন্না প্রমুখ। সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য সাবেক জাতীয় দলের ফুটবলার ইকবাল হোসেন ৫০ হাজার টাকা তানভীরের চিকিৎসার জন্য প্রদান করেন। তানভীরকে যে কেউ সাহায্য করতে পারেন। তার জন্য একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। একাউন্ট নম্বর হলো : শাহ-দিল-ই আফরোজ, ২৪৩৮১০১০৯২৭৫৭ পূবালী ব্যাংক লিমিটেড, নয়াপল্টন শাখা, ঢাকা। উল্লেখ্য, সাবেক জাতীয় ফুটবলার তানভীর চৌধুরী গত ১৯ মে রাজশাহী থেকে ঢাকায় আসার পথে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। পরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়।
×