ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইসিসির প্রেসিডেন্ট হচ্ছেন জহির আব্বাস

প্রকাশিত: ০৪:৪৮, ৪ জুন ২০১৫

আইসিসির প্রেসিডেন্ট হচ্ছেন জহির আব্বাস

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক টালবাহানার পর অবশেষে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক পাকিস্তানী তারকা ক্রিকেটার জহির আব্বাস। ক’দিন আগে সাবেক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান নাজাম শেঠীর নাম শোনা গিয়েছিল। কিন্তু আইসিসি জানায়, অলঙ্কারিক পদটির জন্য কোন সাবেক ক্রিকেটারকেই বেছে নিতে হবে। শেষ পর্যন্ত পিসিবি তাই ৬৭ বছর বয়সী কিংবদন্তি জহিরকে মনোনীত করল। উল্লেখ্য, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের সেই তুমুল বিতর্কিত ঘটনার প্রতিবাদ জানিয়ে আইসিসির প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান বাংলাদেশের আ হ ম মুস্তাফা কামাল। নতুন সভাপতির বিষয়টি আইসিসির পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে। সব ঠিক থাকলে ১ জুলাই কামালের জায়গায় দায়িত্ব নেবেন তিনি। শেঠী পিসিবির সভাপতি থাকাকালে তার অধীনে কাজ করেছেন জহির আব্বাস।
×