ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংবাদ প্রকাশের পর

হৃদয়ের লেখাপড়ার দায়িত্ব নিল মেডোনা গ্রুপ

প্রকাশিত: ০৬:৪৩, ৪ জুন ২০১৫

হৃদয়ের লেখাপড়ার দায়িত্ব নিল মেডোনা গ্রুপ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৩ জুন ॥ গত সোমবার জনকণ্ঠের প্রথম পাতায় দারিদ্র্য নিত্যসঙ্গী হলেও অদম্য প্রত্যয়ে ওরা জয় করেছে জিপিএ-৫ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে তাদেরই একজন গফরগাঁওয়ের রিক্সাচালকের ছেলে জাহিদ হাসান হৃদয়ের লেখাপড়ার দায়িত্ব নিলেন মেডোনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ আখতারুজ্জামান। তিনি বলেন, যেহেতু আমার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রতিবছরই আমি গরিব, অসহায়, দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের সহযোগিতা করে থাকি, সেহেতু মেধাবী ছাত্র জাহিদ হাসান হৃদয়ের লেখাপড়ার দায়িত্বও আমি নিলাম। জানা যায়, গড়াবের গ্রামের রিক্সাচালক বাদল মিয়ার এক ছেলে ও এক মেয়ে। মেয়েটি জন্ম থেকেই প্রতিবন্ধী। দরিদ্র রিক্সাচালক বাদল মিয়ার স্বপ্ন লেখাপড়া করে ছেলে একদিন মানুষের মতো মানুষ হবে। কিন্তু এতে বড় বাধা দরিদ্রতা। মাথার ঘাম পায়ে ফেলে জীবনের সঙ্গে যুদ্ধ করে ছেলের লেখাপড়ার টাকা যোগাড় করেন বাদল মিয়া। বাগেরহাটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে হোটেলের কর্মচারী নিহত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বুধবার হোসেন শেখ (২০) নামে হোটেলের এক কর্মচারী নিহত ও আয়েশা বেগম (১৯) নামে এক নারী আহত হয়েছেন। ফকিরহাট মডেল থানা পুলিশ জানায়, বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অপর আহতকে ফকিরহাট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। নিহত হোসেন শেখ মোল্লাহাটের গাংনী এলাকার মোবজেল শেখের ছেলে। মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩ জুন ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের এমএ/এমএসএস/ এমবিএস/এমএসসি/ এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ০৮/০৬/২০১৫ হতে ০২/০৭/২০১৫ তারিখ পর্যন্ত চলবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (সভ) থেকে জানা যাবে। তবে নির্ধারিত সময়ের পরে জরিমানার মাধ্যমে ফরম পূরণের সুযোগ থাকবে না।
×