ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্নায়ু চাপে পুঁজিবাজারে লেনদেন কমল

প্রকাশিত: ০৪:৫১, ৫ জুন ২০১৫

স্নায়ু চাপে পুঁজিবাজারে লেনদেন কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের দর সংশোধন শেষে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাবের দিনে বিনিয়োগকারীদের স্নায়ু চাপের কারণে দিনটিতে সারাদিন সূচকের ওঠানামা ছিল পুঁজিবাজারে। একই কারণে সূচকের উর্ধগতি থাকলেও প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে প্রায় ৩১ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে কেন্দ্র করেই ডিএসইতে লেনদেনের ওপর প্রভাব পড়েছে। কারণ বাজেট পুঁজিবাজারবান্ধব হবে কিনা, এ নিয়ে বিনিয়োগকারীরা মনোস্তাত্ত্বিক চাপে ছিল। তাই বেশিরভাগ বিনিয়োগকারীই দিনটিতে সাইডলাইনে ছিলেন। অন্যদিকে মঙ্গলবারের কমিশন বৈঠকে পুঁজিবাজারে বিনিয়োগের বিকল্প নীতিমালা ও শাহজিবাজার কোম্পানিকে নিয়ে কিছু সিদ্ধান্ত আসে। এতে বিনিয়োগকারীরা মনোস্তাত্ত্বিক চাপে সাইডলাইনে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইতে ৪৯৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২২৫ কোটি ৭৫ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৭২৫ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- সামিট পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি, বেক্সিমকো, এএফসি এ্যাগ্রো, ফার কেমিক্যাল, গ্রামীণফোন, শাশা ডেনিম, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এ্যাপোলো ইস্পাত এবং লাফার্জ সুরমা সিমেন্ট। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ফার কেমিক্যাল, ইনটেক, এ্যাপোলো ইস্পাত, সাইফ পাওয়ার, আইসিবি ১ম এনআরবি, বিডি কম, ট্রাস্ট ব্যাংক, রেকিট বেনকিজার, অগ্নি সিস্টেম ও আমরা টেক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- সাভার রিফ্যাক্টরিজ, শাহজিবাজার পাওয়ার, শ্যামপুর সুগার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কেএ্যান্ডকিউ, জেমিনি সী ফুড, রহিমা ফুড, মুন্নু সিরামিক, ১ম জনতা মিউচুয়াল ফান্ড ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এদিকে ঢাকার বাজারে লেনদেন কমলেও বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কিছুটা বেড়েছে। সেখানে পুরো দিনে মোট ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট পাওয়ার, ফার কেমিক্যাল, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, এ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, কেয়া কসমেটিকস, বেক্সিমকো ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।
×