ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাম কমবে

প্রকাশিত: ০৫:৫৯, ৫ জুন ২০১৫

দাম কমবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দাম কমবে দিয়াশলাই, ডেন্টাল প্লেট ব্রাশসহ সকল প্রকার টুথ ব্রাশ, হ্যালাইড ও পরীক্ষাগারে ব্যবহার হয় এমন সব ল্যাম্প, ল্যাম্প কার্বন ও ব্যাটারি কার্বন, টয়লেট পেপার, টিস্যু পেপার, টাওয়েল, ন্যাপকিন, পেপার, ছাপানো ছবি, ওভেন ফেব্রিকস, নিট ফেব্রিকস, ছেলে ও মেয়েদের স্যুট, জ্যাকেট, ট্রাউজার, ব্লেজার, শর্টস, শার্ট, আন্ডার প্যান্ট, নাইটশার্ট, টি-শার্ট, জার্সি, কার্ডিগান, শিশুদের গার্মেন্টস, মেয়েদের ব্লাউজ, শার্ট, পেটিকোট, ব্রিফ, পায়জামা, বাথরোব, ড্রেসিং গাউন, নাইটড্রেস, নেগলোজি, প্লাস্টিকের তৈরি সেলফ, এডহেসিভ প্লেট, শিট, ফিল্ম, ফয়েল, টেপ, প্লাস্টিক শিট, ছাপানো আকারে প্লাস্টিকের তৈরি সেলুলার, পণ্যবাহন বা প্যাকিংরে জন্য ব্যবহৃত প্লাস্টিক দ্রব্যাদি, কার্বয়, বোতল, ফ্লাস্ক, প্লাস্টিক প্যাটেলস, প্লাস্টিকের টেবিলওয়্যার ও কিচেনওয়্যার, দরজা, জানালা, সব ধরনের পার্টিকেল বোর্ড, সব ধরনের গ্লুকোজ, সুগার কনফেকশনারী সাদা চকোলেটসহ, কোকাযুক্ত চকোলেট এবং অন্যান্য খাদ্য প্রিপারেশন, ফিনিশড চকোলেট, ফলের জেলি, বাদামের পেস্ট, গ্রীজ (খনিজ), গ্লাভস, পুরুষ, মহিলা ও শিশুদের সব ধরনের পোশাক, অন্তর্বাস ও সমজাতীয় পণ্যের, রোল ও ড্রোন গ্লাস, সাঁতারের পোশাক, সাউন্ড রেকর্ডিং ও ক্যামেরার। এছাড়া সাবান, ডিটারজেন্ট, মশার কয়েল, এরোসল, কৃত্রিম ফুল, প্লেয়িং কার্ড, ফাইভার অপটিক ক্যাপল প্রভৃতির দাম কমবে। হেপাটাইটিস সি ভাইরাস নিরাময়ে সব ধরনের ওষুধ, খেলনা যন্ত্রপাতি, ভবনের বৈদ্যুতিক নিরাপত্তা কাজে ব্যবহৃত সামগ্রী, তথ্যপ্রযুক্তি খাতের যন্ত্রপাতি, অগ্নিনির্বাপক ও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় এমন সব পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। দেশে ১ এম এম পর্যন্ত পুরুত্বের সিআর কয়েল তৈরি হচ্ছে বিধায় এইচ এস কোড সংশোধন করা হয়েছে। এছাড়া হাঁস-মুরগি ও গবাদিপশুর খাদ্য, যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহার্য কাঁচামালের শুল্ক অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তাঁত শিল্পের প্রতিরক্ষণের জন্য কিছু পণ্যের শুল্ক কমছে, রফতানিমুখী পোশাক শিল্পের প্রতিরক্ষণে কিছু পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে। ওষুধ শিল্পের কাঁচামালের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পেঁয়াজ আমদানিতে শূন্য শতাংশ শুল্ক, ওয়েস্ট পেপার থেকে নিউজপ্রিন্ট তৈরির ক্ষেত্রে ডি-ইনকিং কেমিক্যালের শুল্ক সুবিধা অব্যাহত রাখা হয়েছে।
×