ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্পোরেট কর কমছে

প্রকাশিত: ০৭:৪৮, ৫ জুন ২০১৫

কর্পোরেট কর কমছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি করের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির কর হার। অর্থ আইন ২০১৫ তে এ পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বাজেট বৃক্ততায় এই কথা বলেন। অর্থ আইন ২০১৫ অনুযায়ী ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর হার ৪২.৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে অপরিবর্তিত ৩৭ দশমিক ৫ শতাংশ রয়েছে। আর্থিক খাত ব্যতীত অন্যান্য কোম্পানির কর হার ২৭.৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা করার প্রস্তাব দেয়া হয়েছে। টেলিকম কোম্পানির ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির ৪০ শতাংশ ও তালিকাবহির্ভূত কোম্পানির ৪৫ শতাংশের পূর্বের অবস্থা বহাল রয়েছে। অন্যদিকে পুুঁজিবাজারে তালিকাভুক্ত টোব্যাকো কোম্পানির কর হার ৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে তালিকাবহির্ভূত ট্যোবাকো কোম্পানিগুলোর কর আগের মতো ৪৫ শতাংশই রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে লভ্যাংশ আয়ের করহার আগের মতোই ২০ শতাংশ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক টার্নওভারের উপর প্রদেয় ন্যূনতম কর আয়ের মতোই দশমিক ৩০ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।
×