ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভুট্টার বাম্পার ফলনেও হতাশ কৃষক

প্রকাশিত: ০৩:৫৩, ৬ জুন ২০১৫

ভুট্টার বাম্পার ফলনেও হতাশ কৃষক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ অল্প পরিশ্রমে অতিরিক্ত লাভবান হওয়ায় ঠাকুরগাঁও জেলায় এবার ব্যাপক জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ভুট্টা বিক্রি করে কৃষকেরা গমের লোকসান পুষিয়ে নেবে বলে আশা করছেন। ঠাকুরগাঁও জেলায় চলতি মৌসুমে ভুট্টার আবাদ হয়েছে ১৮ হাজার ৮শ’ হেক্টর । গত বছর ভুট্টার আবাদ হয়েছিল ১৭ হাজার ৮৯৪ হেক্টর। কৃষক আবুল হোসেন জানান, ভুট্টা মাড়াই করার পর পরই কাঁচা ভুট্টা ৫০০ থেকে সর্বোচ্চ ৫২০ টাকা আর শুকনো ৬২০ থেকে ৬৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর ভুট্টার দাম ছিল ৮০০ থেকে ৮৫০ টাকা। এদিকে এ বছর সরকারীভাবে গম সংগ্রহ নিয়ে টালবাহানায় কৃষক গম চাষ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান বাজারে যে দামে ভুট্টা বিক্রি হচ্ছে এতে কৃষকরা লাভবান না হওয়ার আশঙ্কা করছে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আরশেদ আলী জানান, এ বছর জেলায় ১৮ হাজার ৮ শত হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। বর্তমান বাজার দর নিয়ে কৃষক হতাশায় দিন পার করছেন।
×