ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় সহস্রাধিক পরিবার পানিবন্দী

প্রকাশিত: ০৪:১২, ৬ জুন ২০১৫

কলাপাড়ায় সহস্রাধিক পরিবার পানিবন্দী

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া থেকে জানান, রামনাবাদ পাড়ের লালুয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ, বাড়িঘর, আবাদী জমিসহ সব লোনা পানিতে ভাসছে। চারদিকে এখন পানিতে থৈ থৈ করছে। চারিপাড়া গ্রামসংলগ্ন বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামত না করায় পূর্ণিমার প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সহস্রাধিক পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে। কোথাও এক ইঞ্চি জায়গা খালি নেই যেখানে লোনা পানিতে প্লাবিত হয়নি। এসব পরিবারের মানুষ এখন দিশেহারা হয়ে পড়েছেন। বর্ষা মৌসুম না আসতেই এমন দশায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এখনই রান্না করার জায়গা নেই। চলাচলের পথ পানিতে ডুবে আছে। স্কুলে যেতে পারছে না তাদের সন্তানরা। এমনকি পবিত্র শব-ই-বরাতের রাতটিও কেটেছে পানিবন্দী দশায়। মসজিদে যেতে পারেনি অধিকাংশ মানুষ। মানুষগুলো চরম দুর্ভোগে পড়েছেন। মূলত এ দুর্ভোগ পরিণত হয়েছে দুর্যোগে। পর পর তিনটি বছর আমনসহ কোন ফসল পায়নি সহস্রাধিক পরিবার। রামনাবাদ নদীতে জীবিকার পন্থা বেছে নেয়। কিন্তু মাছও মেলে না। এখন চারিপাড়া, ধঞ্জুপাড়া, ১১নং হাওলা, বানাতিপাড়া ও পশুরবুনিয়া এ পাঁচটি গ্রামের সর্বত্র চলছে আতঙ্ক। চারিপাড়া গ্রামের অনেকে বাড়িঘর ছেড়ে স্বজনরা দূরে কোথাও চলে গেছেন।
×