ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অমরত্বের হাতছানি মেসির

প্রকাশিত: ০৫:১৯, ৬ জুন ২০১৫

অমরত্বের হাতছানি  মেসির

স্পোর্টস রিপোর্টার ॥ গৌরবময় অনেক রেকর্ড পদতলে ফেলেছেন লিওনেল মেসি। বছরের পর বছর আপন মহিমায় পায়ের জাদু দেখিয়ে চলেছেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার। আজ রাতে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালও ক্ষুদে জাদুকরকে হাতছানি দিচ্ছে গৌরবময় অর্জন। ইতোমধ্যে ইউরোপ সেরার লড়াইয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি। ফাইনালে গোল পেলে ও তার দল বার্সিলোনা শিরোপা জিতলে আরও কয়েকটি অর্জনের সারথী হবেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফাইনালের আগেই অবশ্য দারুণ এক সম্মানে ভূষিত হয়েছেন মেসি। চ্যাম্পিয়ন্স লীগের অন্যতম স্পন্সর মাস্টার কার্ডের আয়োজনে করা ভোটে আসরটির সর্বকালের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। এক্ষেত্রে মেসি পেছনে ফেলেছেন জিনেদিন জিদান ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। ফাইনালের আগে সেরা নির্বাচনে ভোটাভুটির আয়োজন করে মাস্টার কার্ড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এতে ভোট প্রদান করেন ইউরোপের ফুটবল ভক্তরা। ভোটাভুটিতে সেরা মেসি পেয়েছেন ২৭ শতাংশ ভোট। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক তারকা জিদান ১২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় ও রোনাল্ডো ১১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ফাইনাল জিতলে ইতিহাসের অংশীদার হবেন মেসি, লাভ করবেন অমরত্ব। বার্লিনে গোল করতে পারলে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে গোল করার কৃতিত্ব দেখাবেন তিনি। এক্ষেত্রে মেসি পেছনে ফেলবেন রাউল গঞ্জালেস, স্যামুয়েল ইতো ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। এবারের মৌসুমে ৫৮ গোল করা মেসির পক্ষে এটা যে অসম্ভব কিছু না, সেটা সবাই জানেন। গত ৬ মে সেমিফাইনালের প্রথম লেগে বেয়ার্নের বিরুদ্ধে বার্সার ৩-০ গোলের জয়ে দুই গোল করেছিলেন মেসি। ওই ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে আরেকবার ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হন আর্জেন্টাইন অধিনায়ক। অনেকটা বীরের বেশে সিংহাসন পুনরুদ্ধার করেন মেসি। কেননা ৫ মে জুভেন্টাসের বিরুদ্ধে এক গোল করে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন রিয়াল মাদ্রিদ তারকা রোনাল্ডো। কিন্তু মাত্র ২৪ ঘণ্টা পরই হারানো সাম্রাজ্যের দখল নেন আর্জেন্টাইন অধিনায়ক। বেয়ার্নের বিরুদ্ধে প্রথম গোল করে রোনাল্ডোকে স্পর্শ করেন মেসি। এ সময় দু’জনেরই গোলসংখ্যা হয় ৭৬টি করে। এরপর ম্যাচে দ্বিতীয় গোল করে নিজের গোলসংখ্যা ৭৭ এ নিয়ে যান সাবেক টানা চারবারের ফিফা সেরা ফুটবলার। অনেক দিন ধরেই চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে গোলদাতাদের তালিকার শীর্ষস্থানটি মেসি ও রোনাল্ডোর মধ্যে অদলবদল হচ্ছে। আবারও এটি এককভাবে মেসির দখলে গেছে।
×