ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সম্ভাবনাময় গীতিকার আনোয়ার হোসেন আদর

প্রকাশিত: ০৪:১৬, ৭ জুন ২০১৫

সম্ভাবনাময় গীতিকার আনোয়ার হোসেন আদর

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে তরুণ ও সম্ভাবনাময় একজন গীতিকারদের মধ্যে আনোয়ার হোসেন আদর অন্যতম। একাধিক এ্যালবাম, নাটক, টেলিফিল্মের জন্য গান লিখে প্রশংসিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে নতুন মৌলিক গানের অনেকটাই অভাববোধ করছেন শ্রোতারা। এ ক্ষেত্রে আলোচনার চেয়ে সমালোচনাটাই বেশি হচ্ছে। তবে আশার কথা কতিপয় মেধাবী তরুণ চেষ্টা করছেন ভাল গান উপহার দিতে। তরুণ গীতিকাররা লিখছেন নতুন নতুন গান। এর মধ্যে আদরের লেখা গান অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। আদরের বেশকিছু গান শ্রোতাপ্রিয় হয়েছে। এর মধ্যে নীলপরী নিলাঞ্জনা টেলিফিল্মের শিল্পী তাহসানের গাওয়া আদরের লেখা ‘কেন হঠাৎ তুমি এলে’ গানটি প্রশংসিত হয়েছে। এনটিভির ধারাবাহিক ‘ভালবাসার চতুস্কোণ’ নাটকের টাইটেল সং ‘তবু ডানা মেলে’ গানটি গেয়েছেন অপূর্ব ও মম। এছাড়া বর্ষা ও শাহরিয়ার রাফাতের ‘সুখের আবেশ’ এ্যালবামের জন্য গান লিখেছেন। পিয়াস রেজার ‘এক মুঠো সুখ’, পাভেল ও মৌটুসীর ‘মেঘের গল্প’ শিরোনামে গান তার লেখা। রাকিব মোসাব্বিরের ‘তুমি’সহ আরও কয়েকটি গান লিখেছেন। আসছে ঈদ উল ফিতর উপলক্ষে মিজানুর রাহমান আরিয়ান পরিচালিত ‘এ্যাংরি বার্ড’ টেলিফিল্মের গান লিখেছেন আদর। গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী তাহসান। এদিকে একই পরিচালকের ‘ইচ্ছে তাই’ টেলিফিল্মে ‘তবুও ডানা মেলে’ শিরোনামে গান লিখেছেন আদর। আদরের লেখা প্রথম লেখা গানটি ছিল ‘ডুয়েট বর্ষা’ এ্যালবামের ‘সুখের আবেশ’। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা সাজিদ সরকার। শিল্পী বর্ষা চৌধুরী ও শাহরিয়ার রাফাত। এছাড়া ‘এক মুঠো সুখ’ গানের সুর ও সঙ্গীত তাহসিন আহমেদ, শিল্পী পিয়াস রেজা, এ্যালবাম তাহসিন এন্ড ট্র্যাক-২, ‘হৃদয় জানে’ সুর ও সঙ্গীত চপল আহমেদ, শিল্পী শামীম, এ্যালবাম যখনই ছুঁয়ে যাও তুমি, ‘মেঘের গল্প’ সুর ও সঙ্গীত তাহসিন আহমেদ, শিল্পী পাবেল ও মৌটুসী, এলবাম তাহসিন এন্ড ট্র্যাক-২, ‘নিখোঁজ’ সুর রোকন, সঙ্গীতায়োজন তানভীর আহমেদ, শিল্পী কে এম সাইফুর রহমান সাইফ, এ্যালবাম তানভির ফিচারিং ভেরিয়াস আর্টিস্টস-২ প্রভৃতি। এছাড়া আরও নতুন নতুন গান লেখার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন প্রতিনিয়ত। গীতিকবি আদর বগুড়ার আযিযুল হক কলেজ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স করছেন। অনুপম রায় তার প্রিয় গীতিকার। তবে সব ধরনের গানই শোনেন। প্রচারবিমুখ আদরের লেখা গান কেউ শুনে শেয়ার করছে এ বিষয়টা খুব উপভোগ করেন তিনি। গীতি কবি আদর মিউজিসিয়ান সাজিদ সরকারের কাছে বিশেষ কৃতজ্ঞ। কারণ তিনি আদরকে একটা দারুণ প্ল্যাটফর্ম দিয়েছেন। শখের বসে গান লিখলেও ভবিষ্যতে এটা নিয়মিত লিখতে চান। এজন্য তিনি সবার দোয়াপ্রার্থী।
×