ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার্থিনীকে অপহরণ

প্রকাশিত: ০৪:২১, ৭ জুন ২০১৫

রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার্থিনীকে অপহরণ

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৬ জুন ॥ রূপগঞ্জে বখাটের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃতা পরীক্ষার্থীর দাদা আছরউদ্দিন জানান, মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার মৃত হাবিবুল্লার মেয়ে ও মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের কারিগরি শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী বিথী আক্তারকে গত এক মাস আগে প্রেমের প্রস্তাব দেয় একই এলাকার হযরত আলীর ছেলে বখাটে আজাহার মিয়া। বখাটের প্রেমের প্রস্তাব বিথী আক্তার প্রত্যাখ্যান করে। এরপর থেকে বিথী আক্তারকে দেখে নেয়ার হুমকি দেয়। পরিবেশ বিপর্যয় রোধে তরুণদের জেগে ওঠার আহ্বান রুয়েটে সেমিনার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আর্কিটেকচার বিভাগের উদ্যোগে শনিবার দুপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রুয়েট উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পরিবেশবিদ প্রফেসর ড. চৌধুরী সরওয়ার জাহান সজল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। পৌরসভার বাজেট নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ জুন ॥ নেত্রকোনা পৌরসভার ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৫৯ কোটি ১ লাখ ১৯ হাজার ৩শ’ ৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার পৌর মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মেয়র প্রশান্ত কুমার রায় আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করেন। প্যানেল মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ হেলাল উদ্দিন, রতœা বেগম, মহসিন আলম, পৌর সচিব আব্দুল ওয়াদুদ প্রমুখ। বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। কৃষিযন্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৬ জুন ॥ গফরগাঁওয়ে শনিবার দুপুরে উপজেলার পরিষদ চত্বরে ৩০টি পাওয়ার টিলার ও ৮টি থ্রেসার যন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কু-ুর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ।
×